২৭.তেতেসুরের হারাইয়া যাওয়া(সপ্তম পর্ব)

40 7 63
                                    

*4d world,present*

গুহার খানিকটা গভীরে চলিয়া আসিয়াছে তেতেসুর এবং অপ্সরী।রমনীর হাত ছাড়িয়া অতঃপর জিজ্ঞেস করে তেতেসুর,"হ্যাঁ কহ,কি কহিতে চাহিয়াছিলে,"খানিক্ষন থামে সে,অতঃপর পুনরায় জিজ্ঞেস করে,"তোমার নামখানাই তো জানা হয়নাই-"
অপ্সরী কিছুকাল তেতেসুরের পানে শুণ্যদৃষ্টে এমন ভাবে চাহিয়া থাকিল যে তেতেসুরের ঠাহর হইল উহা ফ্লাশব্যাক পাইতেছে।অতঃপর মুখ খোলে অপ্সরী,কহে,"জুঁই।"
কহিবামাত্র স্থান ত্যাগ করিয়া ঝোঁপের ভেতর হাত দিয়া কিছু খুঁজিতে শুরু করে সে।তেতেসুর পূর্বের স্থান হইতেই হালকা হাসিয়া কহে,"আহা,বড়ই মিষ্টি নামগো তোমার।তা..তুমিও কি আমার মতনই আটক হইয়াছ?""হইতেও পারে,আবার নাও পারে,"খোঁজ না থামাইয়া কহে জুঁই নামক সেই অপ্সরী।
বাহির হইতে চেঁচামেচি শোনা যাইতেছে।বলাই বাহুল্য,তেতেসুরের খোঁজ শুরু হইয়া গেছে।কুকুরের ঘেউ ঘেউ শুনিয়া হকচকাইয়া যায় তেতেসুর।"তানিচ-"একজোড়া হাত আসিয়া চাপিয়া ধরে তেতেসুরের সুন্দর মুখখানা।বাহিরে পানে হাত বাড়াইয়া তেতেসুর চলিতে গেলে ভ্রুকুটি করে অপ্সরী,অতঃপর খুবই দ্রুত কিছু একটা টানিয়া বাহির করে সেই ঝোপ হইতে।চোখের পলকেই সে তেতেসুরের মুখ চাপিয়া উড়াল দিয়া পৌছে গুহার আরোও গভীরে।ফলে তানিচরণকে আর ডাকা হইয়া ওঠেনা রাজপুত্রের।হাত পা ছুড়িতে থাকে তেতেসুর,আর এইদিকে বেচারী অপ্সরী ইহাকে ভূমিতে ফিরাইয়া দেবার সাহস পাইতেছে না,তাই সাথে লইয়া উড়িতে উড়িতে প্রায় গুহার ছাদে পিঠ ঠেকিয়া যাইবার জোগাড় করিয়া ফেলিয়াছে।খসখস শব্দে প্রহরীরা প্রবেশ করে সেই গুহায়।একজনের হাতে সে দেখিতে পায় তানিচরণকে।হাত বাড়াইয়া পুনরায় নামিয়া যাইতে চায় তেতেসুর তবে অপ্সরীর জোড়ের নিকট তাহার জোড় কিছুই না।অশ্রু গড়াইয়া যায় তাহার গাল দিয়া।

ক্রিঞ্জ খাইয়া যায় অপ্সরী।

------------------------------------------------

শোউলগড়,বর্তমান:

"আমরা যদি মাজায় দড়ি বাঁধিয়াই রওনা দেই তবে কত দূরই বা যাওয়া যাইবে?"চিন্তিত মুখে কহে সকজ্বীন,"আমরা তো এও জানিনা যে তেতেসুর আসলে কোন স্থানে অবস্থান করিতেছে।""আজ্ঞে,এবং ৪র্থ ডাইমেনশনে কেবল মাত্র যাহাদের যাতায়াত,তাহারা ব্যাতিত বাকিদের প্রবেশ নিয়াও সঙ্কা আছে।অর্থাৎ 4d মানব ব্যাতিত খোঁজ চালান প্রায় দূর্বিষহ বিষয়,"হতাশ ভাবে নিশ্বাস ত্যাগ করে সূর্যসক।চোখ টলটল করিতেছে শিশুমিনের।কোন কাজেই মন বসাইতে পারিতেছেনা অভাগা শিশুমোচি।soulmate কে খুঁজিয়া না পাওয়া পর্যন্ত সে আদেও শান্ত হইবে কিনা-তাহাও ভাবিবার বিষয়।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now