ক্যাকটাস !!-আলমগীর দেওয়ান আকাশ

1 0 0
                                    


যার সাথে আজ আমার বাসর তিনিই গতকাল আমাকে ধর্ষণ করেছেন। হ্যাঁ আগে আমি ধর্ষিতা তারপর বধূ! মহল্লার প্রভাবশালীর পুত্র আহনাফ চৌধুরী । তাদের প্রভাব, প্রতিপত্তি সবার উপরে । আর আমি! আমি সাধারণ স্কুল শিক্ষকের মেয়ে। না আছে ক্ষমতা, আর না আছে সাহস। যদিও একদিন এই সাহস দেখাতে গিয়েই আজ আমার এ দশা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ও প্রতিনিয়ত তার জোর জবরদস্তিতে বিরক্ত হয়ে সাহস যুগিয়ে চড় মেরেছিলাম। ব্যস সেটাই কাল হলো আমার জীবনের। তুলে নিয়ে ধর্ষণ করে ফেলে দিয়ে গেল বাড়ির সামনে।- ক্যাকটাস

লোকলজ্জায় মরণমুখী আমার বাবা- মা। থানা,পুলিশ করার সাহস তাদের নেই। জলে বাস করে কুমীরের সাথে লড়াই করার মতো সাহসী নয় তারা। কলেজ প্রিন্সিপালের পরামর্শে প্রভাবশালী রইস চৌধুরী এবং তার পুত্রের হাতে পায়ে ধরে বিয়ের অনুরোধ করে।আজকাল মিডিয়া সব ক্ষেত্রেই সরব। ...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

লোকলজ্জায় মরণমুখী আমার বাবা- মা। থানা,পুলিশ করার সাহস তাদের নেই। জলে বাস করে কুমীরের সাথে লড়াই করার মতো সাহসী নয় তারা। কলেজ প্রিন্সিপালের পরামর্শে প্রভাবশালী রইস চৌধুরী এবং তার পুত্রের হাতে পায়ে ধরে বিয়ের অনুরোধ করে।
আজকাল মিডিয়া সব ক্ষেত্রেই সরব। আমার বিষয়টাও এক কান, দু'কান হতে হতে দু'একজন সাংবাদিকের কানে পৌঁছায়। নিজেদের মানসম্মান রক্ষার্থে, পুত্রের কুকর্ম ঢাকতে, অবশেষে তারাও বাধ্য হয়ে বিয়েতে মত দেয়।
সর্বাঙ্গে ক্ষত বহন করে বধূসেজে বাসর ঘরে বসে কাঁদছিলাম৷ বার বার নিজের নিয়তিকে ধিক্কার জানাচ্ছি। জীবনে বেশি কিছু কোনোদিন প্রত্যাশা করি নি। তবে কোন পাপে এমন শাস্তি আমার? ভাবনায় ছেদ হলো তার আগমনে। গোল্ডেন শেরওয়ানি পরিহিত আহনাফ ভেতরে প্রবেশ করলো। ঘোমটার আড়াল থেকে এদৃশ্য দেখা মাত্রই আতঙ্কে কাঁপছিলাম আমি। দরজা বন্ধ করে এলোমেলো পায়ে পাশে এসে বসলো আহনাফ৷ তার হাবভাবে পরিলক্ষিত সে নেশায় বুঁদ হয়ে আছে। গলা শুকিয়ে চৈত্রের খরা । বুকের ভেতর ধুপধাপ শব্দে হৃদপিণ্ডটা বাজছে। নাক টেনে ফুঁপিয়ে যাচ্ছি ক্রমশ বিছানার কোনায় সরতে সরতে। খুব বেশিদূর সরা হলো না। তার আগেই হেঁচকা টানে বুকে নিয়ে এলো আহনাফ। কানের কাছে মুখ এনে চাপা স্বরে বললো,
" সেই তো এলি বুকে। শুধু শুধু এতো প্যাঁরা কেন দিলি।"- ক্যাকটাস

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 15, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

ক্যাকটাস !!-আলমগীর দেওয়ান আকাশWhere stories live. Discover now