#পদ্য

1 0 0
                                    


দিন কেটে যায়,
মাস ফুরিয়ে যায়,
প্রকৃতির রঙ বদলে যায়;
অথচ আমার অনুভূতি বদলায় না।
তোমার শত অবহেলায় ও আমার অপেক্ষা
ফুরায় না।
আমার অশ্রুগুলো শুকিয়ে যায়,
স্মৃতির পাতায় ধুলো পড়ে যায়,
তবু মনের ক্যানভাসে তোমার ছবি ঝাপসা হয় না।
শত প্রহর কেটে যায় তোমার ভাবনায়,
তবু ভাবনাগুলো তোমায়  ছুঁতে পারে না।
আমার মন হারায়,কল্পনা মিলিয়ে যায়,
কিন্তু ভালোবাসার রঙ বদলায় না।

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Feb 09 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

ভালোবাসার রঙ বদলায় নাDonde viven las historias. Descúbrelo ahora