১ম পরিচ্ছেদ

1.7K 47 1
                                    

প্রিয়ন্ময়ী

তামজিদ
হাসান

আজকের সকালটা প্রিয়ন্ময়ীর বেশ ব্যস্ততার মধ্যে কাটছে। কারন শীতের ছুটির পর আজকেই তার ইউনিভার্সিটির প্রথম ক্লাস। ইউনিভার্সিটিতে নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট, লাইব্রেরীতে বই পড়া আর ক্যাফেটেরিয়াতে বন্ধুদের সাথে আড্ডা সব মিলিয়ে বেশ ব্যাস্ত জীবন তার। মাঝে মাঝে প্রিয়ন্ময়ীর মনে হয় যদি কিছু দিনের জন্য কোথাও একা থাকতে পারত..! যেখানে শহরের কোলাহল নেই, মানুষের আনাগোনা নেই..!
প্রিয়ন্ময়ী তার ঘরে আয়নার সামনে সাজুগুজু করছে।

এমন সময় প্রিয়ন্ময়ীর মা ঘরে এলেন।

---প্রিয়ন্ময়ী

---জি আম্মু।

---কিরে তুই এখনো আয়নার সামনে কি করছিস। দেখেছিস কয়টা বাজে? একটা কাজও কি ঠিক মতো করতে পারিস না?
উফ...!! কি যে করি তোকে নিয়ে।

প্রিয়ন্ময়ী ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৮টা ৪০ বাজে। আর ক্লাস শুরু সকাল ৯টা। বেশ দেরি হয়ে গেছে। এদিকে ওর আম্মু ওর উপর বেশ রেগে আছেন। প্রিয়ন্ময়ী ভাবছে কীভাবে আম্মুর রাগ ভাঙানো যায়।

---আম্মু এদিকে আসবে?

---কি বলবি বল?

--- এদিকে একটু আসই না।

---আচ্ছা আসলাম এবার খুশি?

---খুব..! আম্মু তুমি আমার পাশের চেয়ারটাতে বসো তো।

--- এই বসলাম বল এখন।

---আম্মু আয়নার দিকে দ্যাখতো। কি দেখতে পাচ্ছো?

---ক্যান তুই আর আমি।

---না আম্মু দুইটাই তুমি। বাবা বলে আমি নাকি দ্যাখতে তোমারই মতো। এখন মনে হচ্ছে বাবা ভুল বলে নি।

---হা হা.... পাগলি মেয়ে আমার।

প্রিয়ন্ময়ী এখন চেয়ার থেকে উঠে ব্যাগ হাতে নিয়ে ইউনিভার্সিটির উদ্দশ্যে বের হবে।

--- আম্মু আসি

--- হুম ভালোভাবে যাস..।

প্রিয়ন্ময়ী [Completed]Onde histórias criam vida. Descubra agora