462 12 5
                                    

আমার নীল আকাশ
আমার নীলান্তিকা।

রাস্তা দিয়ে হাঁটছি উদ্দ্যেশ্যহীন। হঠাৎ হঠাৎ নিজেকে এমন ভবঘুরে ভাবতে বেশ ভালোই লাগে। একটা নির্জন রাস্তা দিয়ে হেটে চলেছি। মাঝে মাঝে দু একজন পথিকের দেখা মেলছে। খেয়াল করলাম বেশ কিছুক্ষণ ধরে রাস্তার একটা নেড়ি কুকুর আমার পিছু নিয়েছে ঠিক প্রভুভক্ত কুকুরের মতো। আজকের আকাশটা বেশ নীল। আকাশের এক কোণায় কিছু সাদা মেঘ। বন্ধুর লেখা কবিতার দুটো লাইন আবৃতি করে ফেললাম...

"মৃত্যুর মতো অনিবার্য সৌন্দর্যের এক নীল আকাশ।
এতো নীল যেন সীমাহীন আধারে একপশলা জ্যোৎস্না।
আমি দেখি,
দেখছি অবাক বিষ্ময়ে।"

বন্ধুর কবিতার সাথে সাথে বন্ধুকেও বেশ মনে পড়ছে। দেখা হয় না অনেক বছর। বেশ প্রতিভাবান। এতো ভালো লিখতো যে, আমি আজ অবধি তার একনিষ্ঠ ভক্ত। বন্ধু মহলে কেউ বললেই হলো, দোস্ত কবিতা লাগবে আর পাঁচ মিনিটে কবিতা হাজির। মনের কোণে একটা বিষয় উদিত হওয়ার সাথেই আনমনে হেসে উঠলাম। একবার আমার কবি বন্ধু কোন এক সুন্দর সন্ধ্যায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার বাড়ির কুকুরের ধাওয়া খেয়ে তার তো বেহাল দশা। সেবারের মতো কোনরকমে ছাড়া পেয়েছিল। সেই থেকে তার কুকুরে ভয়। আহা... আমার বন্ধু যদি এখন আমার পাশে থাকতো। তাহলে প্রভুভক্ত নেড়ি কুকুর আর আমার বন্ধুর কান্ডকারখানা বেশ উপভোগ্য হতো। মন্দ হতো না। হাটতে হাটতে একটা চায়ের দোকানের দেখা পেলাম। এমন সুন্দর একটা মহুর্তে চায়ের কাপে চুমুক না দিলে হয়তো ভালোলাগাটা অপূর্ণ রয়ে যাবে। বসে পড়লাম। বেঞ্চের পাশে রাখা পত্রিকাটা হাতে নিলাম। চা ওয়ালা মামা চা নিয়ে এলেন। পত্রিকা পড়ার সাথে সাথে মনের সুখে চায়ের কাপে চুমুক দিয়ে চলেছি। আপাতত চায়ের পর্বটা শেষ। এমন সময় একটা ফোন কল। পকেট থেকে ফোন বের করে দেখি নীলান্তিকার ফোন। ফোনটা রিসিভ করার পর...

---কোথায় তুমি? আজকে না আমাদের দেখা করার কথা ছিল?

ইশ যা ভুলেই গেছি। আমি আসছি বলে ফোনটা রেখে দিলাম।

আমার নীল আকাশ  [Completed]Where stories live. Discover now