পর্ব ০৩

173 7 2
                                    

সময় যেনো খুব দ্রুত যাচ্ছে। মিন্মির প্রচুর ভয় হচ্ছে। বাবার সাথে কথা বলার পর কখন যে তাকে ছেলের পরিবারের সামনে এনে বসানো হয়েছে তা সে নিজেই টের পায় নি।

সব যেনো এক ঘোরের মধ্যে দিয়ে হচ্ছে। মিন্মির পাশে তার মা-বাবা বসা, মুখামুখি ছেলের পরিবার বসা, সাহস করে মিন্মি আড়চোখে তার হবু শ্বশুর বাড়ির লোকজনদের দেখে নিল। ছেলের মুখ ভার কিন্তু ছেলের পরিবারের আনন্দ  ছিল চোখে পরার মতো।

দুই পক্ষের পরিবারের মধ্যে আনন্দ, কিন্তু যাদের কেন্দ্র করে এই আনন্দ তাদের নিয়ে কারো ভাবনা চিন্তা নেই। প্রায় জোর করেই মিন্মি আর তার হবু স্বামীর বিয়ে সম্পন্ন হলো।

বিয়ে শেষে নব দম্পতিকে একা ছেড়ে দেয়া হল।
মিন্মি তার রুমে এক অপরিচিত লোকের সাথে বসে আছে। কেউ কাউকে চেনে না। বাইরের আনন্দমুখর পরিবেশ তার কাছে এখন নেহাতই আদিক্ষেতা। গতকাল থেকে আজ পর্যন্ত সে মানসিকভাবে ক্লান্ত। পাশে থাকা অপরিচিত লোকটি চুপচাপ।

মিন্মি জানেও না তার পাশের লোকটির নাম। মা বাবার চাপে পড়ে ছেলের নাম আর ছবি না দেখেই এই বিয়েতে রাজি হয়েছিল। ভাবতে ভাবতে মিন্মি বলে উঠলো "ইম্ , ইয়ে, মানে আপনি? না মানে আপনার নাম ?"

লোকটি বিরক্ত মাখা চোখে তাকিয়ে বলল "আদ্রিক রোমান। দেখুন আপনাকে সোজাসুজি একটা কথা বলে রাখা দরকার। I'm not interested in you. I have a girlfriend whom I love a lot and you means nothing to me. So don't expect anything from me."
এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আদ্রিক রোমান মিন্মির দিকে তাকালো। তার সেই চাহনিতে কোনো মায়া দয়া না, বরং ছিল পরিহাসের চাহনি, যেনো মিন্মি এই বিয়ের জন্যে দায়ী।

মিন্মির বিয়ে  (Completed ✔️)Where stories live. Discover now