অধ্যায় ৩২

47 5 0
                                    

আমাকে ওর রুমের বারান্দায় নিয়ে গিয়ে কোল থেকে নামালো। অদ্ভুতভাবে আমার পা মেঝেতে নয় ঘাসের ওপর পড়লো।

আমি নিচের দিকে তাকিয়ে দেখি পায়ের তলায় artificial ঘাসের নরম কার্পেট বিছিয়ে আছে। বারান্দার চারিদিকে ছোট ছোট sacculant, পাতা বাহার গাছ শোভা বাড়াচ্ছে। আর বারান্দার এককোণে একটা দোলনা লাগানো।

আমি নিচের দিকে তাকিয়ে দেখি পায়ের তলায় artificial ঘাসের নরম কার্পেট বিছিয়ে আছে। বারান্দার চারিদিকে ছোট ছোট sacculant, পাতা বাহার গাছ শোভা বাড়াচ্ছে। আর বারান্দার এককোণে একটা দোলনা লাগানো।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

আমি ছুটে দোলনায় গিয়ে বসলাম। Namjoon হেসে বললো,"আমি জানতাম তুই আগে এদিকেই পা বাড়াবি।"

আমি:- এত সুন্দর করে এই বারান্দাটা তুমি সাজিয়েছো?

Namjoon আমার পাশে দাঁড়িয়ে বললো, "আমি আর মা মিলে সাজিয়েছি।"

আমি:- দারুন দেখাচ্ছে। খুব relaxing!

Namjoon:- জানিস তো, আমি যখনই ফাঁকা সময় পাই এখানে এসে হয় বই পড়ি নয়তো গান শুনি।

আমি:- তাই বলে ভেবো না আমি এখন তোমাকে এখানে বসতে দেবো।

Namjoon:- আচ্ছা তা না হয় না দিস কিন্তু বাড়ির বাকি রুমগুলো দেখবি না?

আমি উঠে দাঁড়িয়ে বললাম,"আরে নিয়ে গেলে তবে না দেখবো!"

*কিছুক্ষন পর*

Namjoon ওদের পুরো বাড়িটা আমাকে ঘুরিয়ে দেখানোর পর যখন আমরা সিঁড়ি দিয়ে নেমে আসছি তখন আমি ওদের ড্রয়িংরুম থেকে কথোপকথনের আওয়াজ পেলাম।

Namjoonএর বাবা-মা ছাড়াও আরও একজনের গলা পাওয়া যাচ্ছে। আওয়াজটা খুবই চেনা-চেনা লাগছে মনে হয়।

আমাদের আসতে দেখে Namjoonএর মা বলে উঠলেন,"তোরা ভালো সময়ে ফিরে এসেছিস।"

ওনার কথায় বাকিরা আমাদের দিকে ঘুরে তাকালো। এ কি! Sophia! এখানে?

প্রাক্তনWhere stories live. Discover now