Chapter : 1

99 4 1
                                    

Arpa's POV

Staff : Ma'm আপনি উঠবেন না?
School এ যেতে হবে তো। Late হয়ে যাবেন।

Arpa : বায়ায়ায়াল!!!মরণ!

Staff : Ma'm এই যে আপনার uniform.

Arpa : থানকু চু মাচ। এবার যাও।

Staff টা গেল! শান্তি পেলাম।
আমি হাত মুখ তাড়াতাড়ি Ready হয়ে
পরি।তাড়াতাড়ি না গেলে আবার ছায়া
মণি ভক ভক করবে।

আমি আমার রুম থেকে বের হই।
আজকে আর Breakfast করতে ইচ্ছা
করছে না। খুধা ঠিকি লাগছে। কিন্তু এখন
খেতে গেলে কি শাহী খাবার যে আনবে
তার ঠিক নেই। তার থেকে ভালো। School
এর Canteen থেকে কিছু হাল্কা খাবার কিনে
খেয়ে নেব- ধুর! কি যে বলি না। ছায়া
থাকতে আবার আমি কিনব কেন? ছায়ার
Lunch Box থেকেই নিয়ে নেব। ইশস
আমি কত Intelligent 😎😎

Jungkook : মনে মনে কি গুতাগুতি করছশ?

অরপাঃ তুই কই থেকে আইলি?

Jungkook : তুই আমার রুমের সামনে
দাঁড়িয়ে আবার বলিস আমি কই থেকে
আসলাম?

নিজে নিজে বক বক করতে করতে কখন
Oppa-r Room এর সামনে চলে আসছি
ঠিকী পাই নাই। 😶😶

এই রোগ থেকে যে কবে মুক্তি পাব। ভাগ্যিস
আমার জিমিনের রুম এর সামনে আসি নাই।
কথা শুনে তো বুঝতেই পারছ। আমি
জিমিন Oppa কে ভালোবাসি। Hehe
মানে Jiminnah আমার Secret crush🙈🙈🙈🙈🙈. ভাইয়া
জানে না৷ জানলে আমার শরীর থেকে
মাথা আলাদা করে দিবে। তোমরা জানো না
আমার ভাইকে দেখলে Innocent
লাগে কিন্তু অয় আমারে হেব্বি। মারে। মাঝে
মাঝে প্রচন্ড জগড়া বাধে৷ জিমিন Oppa
এসে কোনমতে ঝগড়া টা থামায়। রাগ
করে কয়েকদিন আমি ছায়ার বাসায় ছিলাম।
কিন্তু পরে Jungkook এসেই আমায় বাসায় নিয়ে গেছে।

Jimin : কি চলছে?

এইরে কাম সারছে এই ছ্যামড়া কই থেকে
আইল?

Arpa : ভাই মুই যাই~

এই বলে আমি Dashi Run Run

--School--

Chaya : বড় লোকের বোন লো লম্বা লম্বা
চুল তর ভাইয়ের গাড়ি থাকতে তুই হেটে কেন আসছিস স্কুল? (সুন্দর কবিতা না?)

Arpa: তোকে তো নভেল দেওয়া উচিত 🙂

ছায়াঃ সেটা আমি জানি।

ছায়া আমার ছুডু কালের বান্ধবি 🙂
ছায়া ছাড়া আমার আর Friend নেই।
মানে আছে কিন্তু তারা আমার সাথে Friendship করছে BTS Member দের
সাথে close হওয়ার জন্য। আমি যে ওই
খরগোশ এর বোন এইটা সবাই জানে।
আর ওই Obessed ARMY রা ভাবছে আমার সাথে Friendship করলে সবকিছু হয়ে যাবে।
আমি সবাইকে Obessed বা Toxic বলছি না।
আমার আরো Friends আছে তারাও ARMY
তারা BTS member দের Idol হিসেবে
ভালোবাসে। আমি যখন obessed গুলাদের বুঝাই এগুলা না করার জন্য তারা উল্টো আমার উপর রাগ করে আমাকে রেখে
চলে যায়।

আমার ছায়াও জাংকুক কে ভালোবাসে।
কিন্তু ওর ভালোবাসা সত্যি কারের ভালোবাসে।
ছায়া জাংকুক কে ছোট বেলা থেকে ভালো বাসে। এখনো ছায়া Jk কে অনেক ভালোবাসে।
কিন্তু আমার ভাই টা এসব Relation
এর ভিতরে নেই। ভাইয়া এখন নিজের Career নিয়ে বেশি চিন্তা করে। ছায়া এসব বোঝে।
ছায়া কে আমি বলেছিলাম ওই বলদ কে ছাড়তে। কিন্তু ছায়া আমাকে বল্ল। সে জাংকুকের জন্য অপেক্ষা করতে চায়
সঠিক সময় আসলে সবকিছু ও
Handle করে নেবে।

বাল!!
হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম।

Boy : দেখে চলতে পারো না?! কি ভাবছ মনে মনে?

ছায়াঃ ওই অরপা!!

এই রে! আমি মনেহয় আবার মনে
মনে কথা বলতে বলতে এদিকে চলে
আসছি।

ছায়াঃ তর এই রোগ কি আর সারবে না?!

অরপাঃ Oh, Oppa sorry~ আমি
না তোমার ছোট বোন লাগি?

Soobin : উফফ! তুই যে কবে সোজা
হবি। তর ভাই কে এখনি বলে দেব৷

অরপাঃ এই না না না!!

Soobin এর পরিচয় আর দেওয়া লাগবে
না Maybe...TxT এর Member Soobin.

(এই Story তে TXT এর সব Member থাকবে)












হাত ব্যাথা হয়ে গেছে আর লিখব না।
আর এই Story টা যে৷Continue করব
তার কোন গ্যারান্টি নেই।

Ok Bye 🤠

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 03, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

My life •BTS Bangla FF•Where stories live. Discover now