part:12

93 5 0
                                    

তায়হিয়ং যখন চোখ খুলে দেখে তার সমানে জিমিন দাঁড়িয়ে আছে।

আমি ..আমি এখানে হাসপাতালে কি করছি।তায়হিয়ং আসে পাসে দেখে জিমিনের থেকে জিজ্ঞেস করে।



তুমি কি বোকা তায়হিয়ং .. তুমি কি করতে যাচ্ছিলে আর তুমি কি চাও বলো।  আমি আর সুগা আজ তোমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম তুমি ভুলে গিয়ে ছিলে। নাকি নিজের খুনের দায় আমাদের দিতে চেয়ে ছিলে। জিমিন রাগে চিৎকার না করার চেষ্টা করে বলে। তায়হিয়ং এটাতে কোনো উত্তর দেয় না কিন্তু তার চোখ থেকে পানি পরতে থাকে।

তুমি কেন এরকম কারার চেষ্টা করলে তায়হিয়ং বলো।



জিমিন আমি নিজের ভুলের কারণে আমার এবং না জিমিন ভুল না আমি নিজে হাতে আমার সন্তানকে মরে ফলেছি ..... জংকুক আমাকে...  আমাদের সন্তানের... জন্য বার.... বার... সাহায্য.... চায়ছিল কিন্তু .... তাকে করিনি.... সাহায্য ..... আমাকে... জংকুক ছেড়ে দিয়েছে ..... তায়হিয়ং অনেক বেশি কান্না করতে থাকে।



জিমিন তায়হিয়ং এর কথায় অনেক বেশি রেগে যায়। কারণ জিমিন একমাত্র এটা জানতো যে  তায়হিয়ং জংকুকে পছন্দ করে কিন্তু আজ সত্যি তায়হিয়ং অনেক বেশি আগে চলে গেছে।



তুমি সত্যি তোমার সন্তানকে মরতে ছেড়ে দিয়ে এখন তুমি এইসব কিছু করছ তুমি ..... তয়হিয়ং ............ পুরো ঘর জংকুকের আওয়াজ শুনে শান্ত হয়ে যায়।


তায়হিয়ং তুমি ঠিক আছো ..... আর কখনো এরকমের বোকার মতো কাজ করবে না ... তা নাহলে আমি তোমাকে নিজে হাতে মেরে ফেলব .... জংকুক তাই বলে কান্না করতে থাকে এটা ভেবে যে  তায়হিয়ং এর যদি কিছু হয়ে যেত।





তায় তুমি দেখেছ তুমি তার থেকে তার সব খুশি ছিনিয়ে নেওয়ার পর ও সে তোমাকে কতটা ভালোবাসে আর তুমি একটা বোকা.... জিমিন তাই বলে নিজেও ইমোশনাল হয়ে পরে কিন্তু তাদের দু'জনকে একা রেখে চলে যায়।




জংকুক প্লিজ আমাকে ক্ষমা করে দাও .... আমি জানি আমি এটার যোগ্য নই .... কিন্তু প্লিজ এবারের মতো ..... আমি তোমার সেই ছোট্ট তায় তায় হব.... তোমার সন্তানদের বাবা হব.... তোমার আবার হাসির কারণ হব .... আ....  আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না.... কিম জংকুক তুমি কি আবার আমাকে সুযোগ  দিব .... এবার আমি নিজে আমাদের সন্তানদের রক্ষা করব... আমাদের  ৫ সন্তান হবে যাদের মা শুধু কিম জংকুক হবে... প্লিজ এবারের মতো তায়হিয়ং কান্না করতে করতে অনেক কষ্টে বলে।


My innocent boyWhere stories live. Discover now