প্রথমা

27 6 8
                                    

কি জানি সকাল থেকে মা এতো ছটফট করছে কেন?কে আসবে এই পুরনো জমিদারবাড়ি ?

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

কি জানি সকাল থেকে মা এতো ছটফট করছে কেন?
কে আসবে এই পুরনো জমিদারবাড়ি ?

আমাকে গোলাপী ছাপা শাড়িটা বের করে দিয়ে চটপট তৈরি হতে বলে আবার নিচে চলে গেল।
যেই আসুক আমার কোন সমস্যা নেই,আমি তো সেই আমার ছোট্ট ঘরে বসে আঁকি বুকিই করবো।

তারপরও শাড়িটা আমার অনেক দিন এর শখ।আজকে পেয়েছি।
তৈরি হয়েই আমার রং তুলি নিয়ে বসে গেলাম।
আজ কি আঁকি?

"চারু, এই চারু...."
এই সেরেছে ,বড়দিটা এভাবে ডাকছে কেন?

"হ্যাঁ যাই। "

রঙের কৌটা উল্টে দিয়ে আমাকে এখন নিচে নামতে হবে।
তাড়াতাড়ি শাড়ির আঁচলটা ঠিকমতো পেঁচিয়ে নিয়ে আমার চিরাচরিত ভঙ্গিতে সিড়ি দিয়ে নামতে লাগলাম।বড়দি আড় চোখে আমার দিকে একবার তাকালো। আমি জানি মনে মনে রোজকার মতো সেই কথাই বলছে,
এতো বয়স হলো হাঁটতে শিখলি না? আর কত দিন চড়ুই পাখির মতো লাফালাফি করবি?

আমি থোড়াই শুনি বড়দির কথা।

এমা, বসার ঘরে এতো মানুষ?
আরেকটু নামতেই দেখা মিললো কয়েকজন সুপুরুষের।

১,২,৩,৪
মোট চার জন।
আমার বাবামশাই খুব গম্ভীর মুখে কিসব আলোচনা করছেন।
পিছনে ফিরে আমাকে দেখতে পেয়েই ডাক দিলেন।

আমিও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম।কি জানি কি হবে?

"চারু এদিকে এসো।এনারা বিদেশ থেকে এসেছেন। আমাদের গ্রামের বাগানটায় এনারা বিদেশি ফল চাষ করবেন।প্রণিপাত করো"

"নমষ্কার"
আমি মাথা নিচু করে হাত জোড় করলাম।বাবামশাই এর সামনে চোখ তোলা আমার অপরাধ বলে বোধ করি।

অকস্মাৎ একটি কণ্ঠ আমার কর্ণকুহরে প্রবেশ করে আমাকে চোখ তুলতে বাধ্য করলো।
"তোমার নাম কি?"
পরিষ্কার বাংলায় তিনি জিজ্ঞাসা করলেন।
তার চোখদুটো আমার চোখের দিকে স্থির, মোমের আগুনের মতো জ্বলন্ত।

"চারুলতা, চারুলতা সেন"

তিনি হাসলেন,
"আমার নাম নামজুন"

═══✿═══

Candles in your Eyes | KNJWhere stories live. Discover now