Achlys' Hearth - 26.

2 0 0
                                    

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.



কাঙ্খিকাদের নিয়ে গাড়িটা খোলা বিরাট gate এর মধ্যে দিয়ে সোজা ঢুকে যায় বাড়ির ভেতর.. এসে থামে Mussoorie এর সবচেয়ে posh এলাকা, "Mossy Mist"- এর মধ্যে দাঁড়িয়ে থাকা এক সুবিশাল সুসজ্জিত তিনতলা বাড়ির সামনে..
দূর থেকেই বাড়ির বড় নাম ফলকটা স্পষ্ট দেখা যায়, তাতে বেশ কারুকার্য করে লেখা "The Hazel Corner"..

বাড়িটার মধ্যে ঢুকেই চোখে পড়ে দু দিকে সাজানো বাগান, তাতে দূরের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সারি সারি মনোরম Rhododendron.. বাগানের মধ্যে দিয়ে সোজা এগিয়ে গেছে সাদা রাস্তাটা.. রাস্তার দুপাশে আবার ছোট ছোট টবে যত্ন করে লাগানো fern জাতীয় গাছ থেকে শুরু করে বাহারি নাম না জানা ফুলের গাছ...
গাড়ি সেই সোজা বাঁধানো সরু রাস্তা ধরে এগিয়ে গিয়ে পোর্টিকোর সামনে থামতেই কৌশিকি কিঙ্কিনী আর ক্রিয়া উচ্ছ্বসিত হেসে ভীষণ আনন্দে নেমে পড়ে গাড়ি থেকে.. নেমে আর এক মুহুর্তও অপেক্ষা করে না ওরা, ছুটে তিনজন চলে যায় ভেতরে...

কাঙ্খিকাও নামে গাড়ি থেকে, তবে ধীরে সুস্থে... ওদের ওভাবে ছুটে যেতে দেখে মৃদু হেসে আগে ফোনটা বের করে dial করে কিংশুক বাবুর number..

"Ya papa, just reached the place.. Yes yes everything's fine and we're all good, no worries.. Ya papa I'll, you also take care of yourself and Ma.." মায়ের কথা বলে মৃদু হাসে কাঙ্খিকা, "Ok bye papa.. I'll give you miss call alert, ok? Bye.", ফোনটা রেখে এগিয়ে যায় কাঙ্খিকা..
ততক্ষণে ওর পাশে লাগেজ নিয়ে এগিয়ে আসে D'Costa ও...
"Let's get inside beautiful!"..

কাঙ্খিকা সুন্দর হেসে reply করে, "After you D'Costa!"...
কথাটা শুনে আর ওর বলার ভঙ্গি দেখে হেসে ওঠে D'Costa ও, দুজনে একসাথে এগিয়ে যায় ভেতরের দিকে...

***

ভেতরে ঢুকে দেখা যায় চারদিকের কাঁচ বাঁধানো দেওয়ালের ওপাশ থেকে উঁকি দিচ্ছে বাগানের রঙ বেরঙের orchids, lily, daffodil, Gerbera, carnation ইত্যাদি ফুলের সমাহার..
এতক্ষণে বাইরের মেঘলা ভাবটা কেটে গিয়ে এখন আবার আকাশ নীল.. তার গা বেয়ে ঝকঝকে রোদ এসে ঝাঁপিয়ে পড়েছে আশেপাশের কাঁচের দেওয়ালে, তা ভেদ করে সেই রোদ ইচ্ছে মতো ভিজিয়ে দিতে থাকে কাঙ্খিকাকেও...
সমস্তটা দেখে যেন মুহুর্তে আরো বেশি করে ভালো হয়ে যায় কাঙ্খিকার মন... মনের ধূসর ভাবটা কেটে গিয়ে ধীরে ধীরে তা রোদেলা - রঙিন হয়ে উঠতে থাকে পরিবেশ আর আবহের আবেশে.. সাথে মুখে আপনা থেকেই ফুটে ওঠে স্নিগ্ধ সতেজ হাসি...

Achlys' Hearth 🔞🔞🔞Where stories live. Discover now