তুমি কি আসবে?

3 1 0
                                    

তুমি যাবে প্রিয়ে-
যাবে মোর সাথে
মোর আপন স্নিগ্ধ ঘন সবুজে মোড়া আলয়ে,

যেথায় দক্ষিণা হিমেল বাতাস
আলতো করে  ছুঁয়ে  যাবে
তোমার এলো- কেশরাশি।

সে ছোঁয়ায় গর্বিত হবে পবনে ভাসা
শুভ্র  মেঘমালা।

যেদিন প্রিয়, তোমার পাদুকা
জোড়া পরবে রিক্তমিশ্র-কোমল-
মায়াময় এই ধরাতলে,

সেদিন তোমায় স্বাগত জানাব
হৃদয়ের বিলাস-বাগানের নবাগত রাঙা-ফুলের সবটুকু প্রাণোচ্ছ্বলতা দিয়ে,

সাথে নিয়ে,
জীবন টগরের শিশিরভেজা
সদ্য প্রস্ফুটিত ফুলের সুবাস দিয়ে,

স্বাগত জানাবো তোমায়,
কুয়াশাচ্ছন্ন শীতের ভোরের শিশিরভেজা
সজীবতার পরশ দিয়ে,

তোমার শুভ্র-কমনীয় গালে শীতের
দুপুরের মিষ্টি রোদের আবেশের
আলতো ছোঁয়া দিয়ে,

গোধুলি-বেলার নীলিমার রাঙা
দিগন্তের প্রশস্তির প্রশান্তিতে জড়িয়ে,

সন্ধ্যার ঝিঁঝি পোকার ডাকে
কম্পমান হিম-বাতাসের শিহরণ
জাগানিয়া স্পর্শ দিয়ে,

চন্দ্রালোকে স্নাত ধীরলয়ের রাতের
নিস্তব্ধতা দিয়ে,

কথকথায় পূর্ণ স্নেহশূণ্য
অনাতিদীর্ঘ ক্লান্তিকর শেষরাতের
ঘুমের চাদর জড়িয়ে,

শান্ত এক সকাল দিয়ে,

বল প্রিয়ে,
আসবে কি আমার এ নীড়ে,
শান্তি যেথা বিস্মৃত রবে ইতিহাসে,
  আসবে এ হীন, কালের প্রবাহে জীর্ণ,
ব্যস্ততার মোড়ক ছিন্ন, আলো-ছায়ায় মোড়া ছণ-কুটিরে?

বল প্রিয়ে,
আসবে-এক পলকের পতনের এই ক্ষণিক সময়টুকুতে?

আসবে প্রিয়ে? আসবে কি
এই বাহুডোরে?

তুমি কি আসবে?/ Will you come?/来てくれる?Where stories live. Discover now