১ম পর্ব

1.1K 25 4
                                    

(জীবনের গল্প)
(সত্য ঘটনা অবলম্বনে)
#প্লেবয়
পর্ব :১
লেখা: নীলা মনি গোস্বামী
রেস্টুরেন্টের ভেতর চুপচাপ বসে আছে মেয়েটি। ভীষন নার্ভাস। ঘন ঘন মোবাইলের দিকে তাকাচ্ছে। আজ দেখা হবে ওর সাথে। সে আসবে। তিন মাসের ফেসবুক রিলেশনের আজই ওদের প্রথম দেখা হবে। একঘন্টা আগে ছেলেটির আসার কথা। এখনো আসছে না। কোন বিপদ হলো না তো?? ভীষন চিন্তা হচ্ছে।
দূর থেকে মেয়েটাকে দেখে থমকে গেলো আসাদ। সবই ঠিক আছে। ছবির থেকেও বেশি সুন্দর সে... কিন্তু.....!!!!
ভেতরে যাবে কি-না এটা নিয়ে হঠাৎ দোটানায় পড়ে গেল আসাদ... অবশেষে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দ্রুত হাতে একটা মেসেজ টাইপ করতে লাগলো - " সরি.. তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। বাই। " 😒
মেসেজটা সেন্ড করে সাথে সাথে ওকে সব কিছু থেকে ব্লক করে দিল আসাদ।
দূর থেকে দেখতে পেলো মেয়েটা কাঁদছে আর পাগলের মত ওকে ফোন দিচ্ছে। কিন্তু নাম্বার বন্ধ।
মনের ভেতর অদ্ভূত একটা তৃপ্তি নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলো আসাদ। মেয়েটা ভালই ছিল.. কিন্তু ঠোঁট দুটো হাঁসের ঠোঁট এর মত। এমন মেয়ের সাথে প্রেম করলে বন্ধুমহলে সম্মান থাকবে না।
মেয়েটা এখন কাঁদবে। অনেক কষ্ট পাবে। এটা চিন্তা করেই নিজেকে কেমন জানি শক্তিশালী মনে হতে লাগলো আসাদ এর। বহু বছর আগে একজনের শিখিয়ে দেয়া একটি কথাই ঘুরপাক খাচ্ছে ওর মাথায়।

" মেয়েদের দুঃখ কষ্টই হল প্লেবয়দের শক্তি। মেয়েরা যত কষ্ট পাবে... প্লে বয়রা মনের দিক থেকে তত বেশী শক্তিশালী হবে। "

প্লেবয়Where stories live. Discover now