শহর না জারোয়া?

7 1 0
                                    

কিছু মানুষ দাঁড়িয়ে আছে অন্ধকারে, কেউ বা আবছা আলোয়।

স্রোতের দিকে এগিয়ে চলেছে কেউ, কেউ বা স্রোতের বিপরীতে।

মুহূর্তে কেউ বদলাচ্ছে দিক, কেউ বা আবার একেবারেই চুপ,

শ্রান্ত হয়ে পথ ছেড়েছে কেউ, বাকিরা আছে নিথর ধরণীতে।

আমি আছি কোনখানেতে জানি না।

হয়তো আছি সবকিছুরই মাঝে।

আবার হয়তো কোনোখানেও নেই,

তবুও যেন হৃদয়তন্ত্রী বাজে।

হাতড়াচ্ছি দিক দিগবিদিকে,

পথের মাঝে খুঁজছি অরূপরতন,

স্নেহের বশে যত্ন করছে কেউ,

বাকিরা সবাই আছে যে যার মতন।

তবু আমি পথের খোঁজেই বেরোই।

পথেই আমার হদিশ আছে দিকের।

পথ টেনেছে আমার সর্বাঙ্গকে,

শেষের সেখানে শেষ যাজ্ঞনিকের।

আমি হতাশ, হাহুতাশ এক তারা,

যারা শুধুই ডুকরে ডুকরে কাঁদে,

আমি এক যাযাবরের অন্তঃসার,

ঘরে থাকতে যে পথিকের বাধে।

আমি তবু চাই দুনিয়ার মান ফেরাতে,

আমার মানের নাই বা করি পরোয়া,

আমি শুধু চাই প্রাণের মধ্যে প্রাণ।

শহুরের চেয়ে ভালো আজকের জারোয়া।


হৃদয় নিংড়েWhere stories live. Discover now