#14

276 19 1
                                    

#Journey

#১৪

জেসমিন বসে আছে টেক্সির প্যাসেঞ্জার সিটের বাঁ পাশে,আর রাইফ বসেছে ডান পাশে।দুজনেই জানালার পাশ ঘেঁষে এমন ভাবে বসে আছে যেন পারলে জানালা টপকে বেরিয়ে যায়।জেসমিনের বেশ অস্বস্তি লাগছে,বারবার রাইফের হুট করে হাত ধরার কথা মনে পড়ছে।আঙুল মুখে দিয়ে নখের কোণে দাঁত দিয়ে খুটছে,যেটা চিন্তায় পড়লেই করে।ওদিকে রাইফ ভাবছে,বান্ধবী মনে হয় মাইন্ড করেছে,তানাহলে কথা বলত।কিন্তু এভাবে তো চুপ থাকা যায় না!অনেক ভেবে কথা শুরু করে,
"আচ্ছা দোস্ত,তোর জাভেদের কথা মনে আছে?"
জেসমিন ঘাড় ঘুরায়।
"হুম,আছে তো! কেন?ওর আবার কি হল?"
"জাভেদ তো গত মাসে বিয়ে করেছে"
"ওহ,হ্যাঁ,ফেসবুকে দেখলাম।বউটা মাশাল্লাহ সুন্দর আছে"
"হুম।সবুজের কথা মনে আছে?"
"ঐ মটুটা?থাকবে না আবার! র‍্যাগ ডে তে আমাকে রঙ দিয়ে যে কাহিনীটা করল রে বাপ! আমি তো ভেবেছিলাম ধরে পিট্টি না দিয়ে বসি ওকে!"
"হা হা হা!ও তো শুরু থেকেই এমন, কিছুই করবে না,আর যখন করবে,বেশিই করবে! ঐ মটুও তো বিয়ে করেছে"
"বলিস কি!"
"সত্যিই"
"আমার শুধু অনম আর সাবিনার সাথে কথা হয়।সাবিনা তো অনেক আগেই বিয়ে করেছে,অনমেরও বিয়ে ঠিক হয়ে গেছে"
"দেখি তো, শালা প্রায়ই হবু বউকে নিয়ে ছবি দেয়"
"হুম...তার মানে আমাদের ব্যাচের সবার বিয়ে হয়ে গেছে"
"সেটাই।...শুধু তুই আর আমি বাকি!"

জেসমিন আনমনে মাথা নাড়ে,কথা সত্যি।রাইফ হেলান দিয়ে জেসমিনের দিকে ঘাড় কাত করে বলে ফেলে,
"চল,আমরা বিয়ে করে ফেলি!"
জেসমিন চট করে রাইফের দিকে তাকায়,ও কি দুষ্টুমি করছে?ওর ঠোঁটের কোণায় ঝুলে থাকা মুচকি হাসি দেখে সেটাই তো মনে হচ্ছে! এক সেকেন্ড পর জেসমিনের খেয়াল হল, রাইফের এই কথার মানে তো ওকেই বিয়ের প্রস্তাব না দেওয়াও হতে পারে!রাইফের দিকে ঘুরে বলে,
"আমার বিয়ের কোন ইচ্ছা নেই।এক কাজ করি,তোর জন্যে একটা মেয়ে খুঁজি,তার সাথে তোর বিয়ে দিয়ে দেই!"

রাইফ হতাশ হয়।ভেবেছিল জেসমিনের মনে কিছু আছে কিনা বের করবে,তা আর হল না।তারমানে...যাই হোক।রাইফও হেসে জবাব দেয়,
"আমার জন্য মেয়ে খুঁজতে হবে না রে।আমিই খুঁজে নেব।তোর জন্য এক ছেলে আছে,করবি বিয়ে?ইটালীয়ান,একদম সিটিজেনশীপ পেয়ে যাবি!"
জেসমিন কিছুটা গরম হয়ে যায়।
"তোকে বলেছি আমার জন্য ছেলে খুঁজতে?আমারটাও আমি খুঁজে নিতে পারব"
একটু থেমে যোগ করে,
"তাছাড়া আমি দেশী মানুষ বিয়ে করব,বিদেশী ছেলে চাই না আমার।তাই তুই নিশ্চিন্তে থাক!...কিরে,ওরকম করে দাঁত কেলাচ্ছিস কেন,?!"
"এমনিতেই!তোর যদি দেশি ছেলেই পছন্দ, তাহলে না বিয়ে করে বিদেশে আসলি কেন?"
জেসমিন মুখ ঘুরিয়ে বলে,
"চার বছরে আমার জীবনের উপর দিয়ে কি গেছে,তা তো কোনোদিন জানতেও চাসনি।এখন আর সেসব জিজ্ঞেস করে কি হবে?...বিয়ে আমি দেশী ছেলেকেই করতে চেয়েছি,পারিনি,হয়ত ভবিষ্যতেও পারব না..."
"সরি রে,বিদেশ এসে পারিনি আগের মত আর থাকতে।তুই কিন্তু এখন বলতে পারিস কি হয়েছিল।আমি এখন শুনতে চাই"
"নাহ,তার প্রয়োজন নেই।কারণ আমি জানাতে চাই না। And for your kind information, I don't want to share it with anyone. If you don't ask me any further question, I will be glad"

Journey (Completed✅)Where stories live. Discover now