পূজো আসছে

8 0 0
                                    

পূজো আসছে ? বুঝবে কি করে ?
শুধু কাশফুলের ঘ্রাণ আর পুজোর জামায় নয়,
প্রমাণ পাবে, অ্যালার্ম থামিয়ে, রেডিও তে বীরেন্দ্র ভদ্রের সুরে।

পাড়ার কাকিমা জ্যেঠিমারা,
যাদের মুখ দেখা দেখি ছিল বন্ধ।
আজ তারা সবাই মিলে দিচ্ছে পুজোয় জোগাড়,
কাটছে ফল, ধুনোর গন্ধে, সারা মণ্ডপ করেছে মত্ত।

পুজোর উচ্ছাস শুধুমাত্র,
এক সপ্তাহ আগে দমদমে নামা প্রবাসী কে জিজ্ঞেস করো না।
জিজ্ঞেস করো, ষষ্ঠীর সন্ধ্যায় সেই অফিস ফেরা বাবাকে,
যে ঘরে ঢুকেই ছেলেকে জড়িয়ে ধরে বলে,
"আগামী চার দিন ঘোরাবো তোকে কলকাতা, তাই আর কাঁদিস না।"

পুজোর সন্ধ্যে মানেই প্রথম বন্ধুদের সাথে কলকাতা;
আবার কখনো প্যান্ডেলের বাইরে দুই প্রাক্তনের দেখা।
সেই প্রথম প্রেমিকের সাথে ভীড় ঠেলে, ৮ টার আগে ফেরা।
আবার কারোর বাবা মা স্ত্রী সন্তান নিয়ে, ট্রামে করে ঘোরা।

পূজো আসছে আসছে এটাই সুখ, ৫ টা দিন একান্তই ক্ষণিকের।
মহালয়ার ভোরে আর বিজয়ার সন্ধ্যায় চোখে জল, এ বাস্তব চিরজীবনের।
তুমি আসবে মা অতিথি হয়ে, বিজয়া তে নেবে বিদায়।
আবার তো কয়েক টা দিন, তুমি ফিরবেই, বাঙালি বাঁচবে এই আশায়।

~ শুভজিৎ সামন্ত

DepressionWhere stories live. Discover now