রাতের তারা(পর্ব -২)

160 7 4
                                    

সে তারাদের দিকে তাকিয়ে ভাবছে তারারা কত স্বাধীন।নিজের মতো চারিদিকটা দেখছে আর আমার মতো মানুষদেরকে অনুপ্রাণিত করছে।সে নিজেকে বলছে আর কতদিন নিজেকে নিজের মাঝে আটকে রাখবে?নিজের স্বপ্নিল ইচ্ছাকে ছুয়ে দেখবে না?আজ ক্লাসে শুনছিলো গরীবের ছেলে গরীব হবে। কোটিপতির ছেলে কোটিপতি। হায়,এই সমাজের বিধান কি এত রুঢ়।ক্লাসে তার শত্রু রাকেশের থেকে এই কতগুলো শুনে তার অন্তরে ক্ষরণ হলো। তারাদেরকে দেখে মনে কিছুটা তৃপ্তবোধ করছে সে আজ।সে চিন্তা করছে কাল থেকে না হয়,এক নতুন রওনক এর শুরু হোক।রওনক চিন্তা করছে কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়।সে ভুলে গেছে পরিবর্তন আসে মন থেকে তা জোর করে আনা যায় না।তারাগুলো  তো আপনার হৃদয়কে পরিবর্তন করে রওনক এর মতো মাথা নত করা যোদ্ধাদেরকে এগিয়ে নিচ্ছে।।

রাতের তারাWhere stories live. Discover now