ভূমিকা

57 8 12
                                    

আমি লিখতে পছন্দ করি না,একেবারেই না।যেটুকু লিখতে হয়,তা কেবল লেখাপড়া আর পরীক্ষার জন্যই।মাঝেমধ্যে একটু ডায়েরী লিখি।ইদানীং ওয়াটপ্যাডে অনেক গুলো বই পড়লাম।একসাথে এতো গুলো পড়েছি যে,মাথার ভিতরে সব আউলাঝাউলা হয়ে যাচ্ছে।সেগুলো কল্পনার ভিতরে এতোই লাফালাফি করছে যে,ঠিকমতো ঘুমানোই মুশকিল।তাই লিখার চেষ্টা করলাম।

এই অপকর্ম(!)টি উৎস্বর্গ করছি লেখক অপু তানভীর কে।তিনি এই ওয়াটপ্যাডে যেমন লিখেন,তেমনি ব্লগেও লিখেন।আমার খুবই পছন্দের একজন মানুষ। তার গল্পগুলো থেকেই অনেক টা অনুপ্রাণিত।

যেকোনও ভুল পেলে সেটি অনুগ্রহ করে জানাবেন,কৃতজ্ঞ থাকবো।

কল্পনাWhere stories live. Discover now