ভূমিকা

27 5 0
                                    

এটা আমার ছোটোগল্পের সংগ্রহশালা।ছোটোবেলা থেকেই ছোটোগল্প বানাতাম।সেগুলো কল্পনা করে আনন্দ পেতাম।গল্পগুলো সংরক্ষণ করা হয়নি,তখন আমি বেশ ছোটো ছিলাম(প্লে কিংবা কেজিতে পড়ি)।এখনো বেশকিছু প্লট মাথায় আসে,আবার ভুলে যাই।তাই,লিখে রাখাটাই উত্তম মনে করলাম।

গল্পগুলো অনেকটা পিঁপড়ের মতোই,ছোটো।একগুচ্ছ হওয়ায় কারণে কল্পনার এদের পিঁপড়ের মতোই দলবদ্ধ  লাগছিলো।তাই বইটার নাম 'পিপীলিকা' দিলাম।

প্রতিবারের মতো এবারও বলি,নতুন লেখালিখি শুরু করবার কারণে মান যথেষ্ট খারাপ হবে।অতএব,যদি সুন্দর সময় কাটাতে চান,তবে এখান থেকে পালান।

পিপীলিকা Où les histoires vivent. Découvrez maintenant