৩৪. খুনির সন্ধান

150 40 19
                                    

-"এইতো, এইযে এর গায়ে লেখা 'লাইফ কোচিং'। তাহলে এখান থেকে পঞ্চাশ পা পেছাতে হবে।"
কায়রা পিলারটার গায়ে লেগে থাকা কাগজে হাত বুলিয়ে বলল।

-"তার মানে আমরা এবার খুনিকে ধরছি। যাক! বৃদ্ধা নিকিতা ভালো কাজ করেছে।" অরা তার মুখের হাসি বিস্মৃত করে বলল।

নীরা এবার ভ্রু কুঁচকে বলল,
-"তোরা মনে হয় একটা জিনিস ভুলে গেছিস। নীলার কথা মনে পড়ে? ও বলেছিল কাগজটার রং কালো ছিল। কিন্তু এটার রং সাদা।"

-"দোস্ত, এই সামান্য জিনিসকে ঘাটাচ্ছিস কেন? হয়ত নীলা দেখতে ভুল করেছে।" কায়রা দ্রুত উত্তর দিল।

-"নীলা ভুল করেনি। খুনি ভুল করেছে।" নীরা ক্ষিপ্র ভঙ্গিতে বলল।

সবাই একত্রে বলল,
-"খুনি!!!"

নীরা বলল,
-"হ্যাঁ, এবার নিকিতা পার্কারের বাড়ির ওখানে চল।"

মীরা বলল,
-"কেন, ওখানে কেনো যাব?"

ইরা এবার কিছুটা উচ্চস্বরে বলল,
-"আচ্ছা নীরা, তুই কোনোভাবে ভাবতেছিস না তো বৃদ্ধা নিকিতা পার্কার ই খুনি..."

-"এক্সাক্টলি , আমি এটাই ভাবছি।" নীরা সাথে সাথেই বলল।

অরা কিছুটা প্রতিবাদ করে বলল
-" এটা কিভাবে সম্ভব? তুই ঐ বুড়া মহিলাকে সন্দেহ করছিস, যে কিনা ঠিকমত হাঁটতেই পারে না।"

নীরা বলল,
-"আচ্ছা, আগে আমরা পরীক্ষাটা করে দেখি না...আমার বিশ্বাস তার বাড়ি থেকে পঞ্চাশ পা দূরে একটা পিলার পাওয়া যাবে। আর সেখানে কাগজটা পাওয়া যাবে।"

মীরা বলল,
-"হ্যাঁ, হতে পারে। কারণ আমরা গতকাল ওদিকটায় পিলার খুঁজতে যাইনি।"

তারপর সবাই দ্রুত নিকিতা পার্কারের বাড়ির দিকে এগোতে লাগলো।


চলবে...


দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Where stories live. Discover now