"ও কে ছিল??"

26 2 0
                                    

সন্ধ্যে সাতটা। ছয় মাস পর বাড়ি ফিরল সুমনা। কাজের সুত্রে এতদিন বাইরে ছিল। ভালো লাগছিল না ওর, তাই ফ্রেশ হয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। হঠাৎ শোনা যায় পাশের বাড়ির ছাদ থেকে, "কী সুমনা, কেমন আছো?"

এরপরই সুমনা সেদিকে চেয়ে দেখে পাশের বাড়ির ছাদের দিকে। সেখানে আলো নেভানো ছিল। হঠাৎ তার নজর পড়ে এক ছায়ামুর্তির দিকে। তার লম্বা খোলা চুল হাওয়াতে উড়ছিল, আর চাঁদের মৃদু আলোয় হাসিমুখটা আবছা আবছা দেখা যাচ্ছিল। সুমনা বুঝতে পারলো ওখানে আর কেউ নয়, পাশের বাড়ির রিমা বৌদি দাঁড়িয়ে। 

"ও বৌদি তুমি? আমি খুব ভালো আছি। আর তুমি?"

"আমিও... খুব ভালো আছি... আগের থেকেও!"

"বাহ! বেশ ভালো তো। ভালো থেকো গো।"

"হ্যাঁ, তুমিও।"

"আচ্ছা বৌদি, আমি একটু পরে আসছি। বাই।"

রিমা বৌদি কিছু বলল না, শুধু হাত নাড়ালো। সুমনা ঘরে গিয়ে নিজের মোবাইল খুঁজতে থাকল, ছাদে নিয়ে যাওয়ার জন্য। ওর মা বলল, "কিরে? কি খুঁজছিস?"

"আরে মা মোবাইল। ও জানো তো, কিছুক্ষণ আগে ছাদে রিমা বৌদির সাথে কথা হলো।"

"কি? রিমা??"

"হ্যাঁ মা, ওই তো পাশের বাড়িতে সৈকতের মা।"

"বলিস কি রে? রিমা তো পাঁচ মাস আগে মারা গেছে।"

"হোয়াট! ইটস ইমপসিবল! আমি নিজে ওর সাথে কথা বললাম!"

"না রে, তোর ভুল হচ্ছে। জানিস, ওর বর ওকে খুব অত্যাচার করত। তারপর একদিন ওকে বিষ খাইয়েও মেরে ফেলে। এখন তো জেল খাটছে।"

নিজের মার কাছে এসব কথা শুনে সুমনার মনে ঘুরপাক খেতে থাকে একটাই প্রশ্ন,

"ও কে ছিল??" 

অনুগল্পসমগ্রWhere stories live. Discover now