31 1 0
                                    

ছবি: সংগৃহীত

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ছবি: সংগৃহীত


নাম: ঈমান ও বস্তুবাদের সংঘাত

মূল লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.

অনুবাদ: মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন

প্রকাশক: রাহনুমা প্রকাশনী

পৃষ্ঠা সংখ্যা: ১৭৬

মূল্য: ১২০/-

বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি

আলোচ্য বইটি ১৯৬৯ ঈসায়ীতে আরবীতে 'الصراع بين الإيمان والمادية' নামে প্রকাশিত হয়। অনুবাদক বইটির উর্দু ভার্সন থেকে অনুবাদ করেছেন। পরবর্তীতে কিতাবটি অনেক ভাষায় অনূদিত হয়েছে। ইংরেজিতে অনূদিত হয়েছে 'Faith versus Materialism' নামে। বইটিতে মূলত তাফসীর, হাদীস, ইতিহাস এবং সাম্প্রতিক তথ্যাবলী ও বর্তমান অবস্থার আলোকে সূরা কাহফের মুতালাআ (অধ্যয়ন) নিয়ে আলোচনা করা হয়েছে

লেখক পরিচিতি

বিংশ শতাব্দীর সেরা ইসলামী চিন্তাবিদ, ইতিহাসবিদ, কালজয়ী মহাপুরুষ আবুল হাসান আলী হাসানী নদভী ৫ ডিসেম্বর ১৯১৩ খ্রিষ্টাব্দে ভারতের রায়বেরেলিতে জন্মগ্রহণ করেন। তিনি "আলী মিয়া নদভী" নামেও পরিচিত। তার পিতা সাইয়েদ আব্দুল হাই আলহাসানী, যিনি ভারতবর্ষের ৫,০০০ বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বের জীবনী সম্বলিত ৮ খন্ডের বিশাল গ্রন্থ 'নুযহাতুল খাওয়াতির' লিখে শীর্ষস্থানীয় আলেমদের আসনে আরোহণ করেছেন। আলী মিয়া নদভী তার শিক্ষাজীবন সম্পন্ন করেছেন দারুল উলুম নদওয়াতুল উলামাতে। লক্ষ্ণো ইউনিভার্সিটি থেকে প্রাচ্যবিজ্ঞান ও সাহিত্যে ডিগ্রি লাভ করেন। আরবি সাহিত্যে তার যোগ্যতা আরবদেরকেও ঈর্ষণীয় করে তোলে। ماذا خسر العالم بانحطاط المسلمين (মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো) বইটি লিখে শুধু আরবে নয়, গোটা বিশ্বব্যাপি খ্যাতি লাভ করেন। বইটি ইংরেজিতে প্রকাশকালে (Islam and World নামে প্রকাশিত) লন্ডন ইউনিভার্সিটির প্রাচ্যবিদ শাখার চেয়ারম্যান ড. বাকিংহাম বলেছিলেন "বইটি ইংল্যান্ড থেকে প্রকাশিত হওয়া উচিত। কেননা বর্তমান শতাব্দীতে মুসলিম পুনর্জাগরণের যেই প্রয়াস সর্বোত্তম উপায়ে হয়েছে এটি তার নমুনা ও ঐতিহাসিক দলিল।" এছাড়াও তিনি আরবসহ বিভিন্ন এশিয়ান ও ইউরোপিয়ান দেশের ইসলামী সংস্থা এবং আরবী সাহিত্য পরিষদের উচ্চপদাসীন ছিলেন। ১৯৮৩ তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টার খোলা হলে সেখানকার সভাপতি নিযুক্ত হন। এ মহামনীষী ৩১শে ডিসেম্বর ১৯৯৯ সাল শুক্রবারে নিজ বাসভবনে সূরা ইয়াসিন পাঠরত অবস্থায় পরোলোক গমন করেন। (সংক্ষেপিত)

কিতাব পর্যালোচনা (Book Reviews)Where stories live. Discover now