4 | বর্ষার স্মৃতিকথা by @juneandfalls

24 0 1
                                    

❀বর্ষার স্মৃতিকথা❀

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

❀বর্ষার স্মৃতিকথা❀


যখন দূরবর্তী ছায়া এষে 

নীল নভ কে ঘিরে |

ছড়ায় কালো আলো,

মেঘ আসে ফিরে।



বর্ষাার দিন আসছে, 

গ্রীষ্মের রৌদ্র পরে | 

এই বাতাসে গাছ পালাও,

আনন্দে নরে।



এই চমকে বিদ্যুত, 

এই চলে হাওয়া, 

এই হয়ে বর্ষা, 

ছাতা নিয়ে আসা জাওয়া |



পেপারবোট তৈরি করার, 

দিনগুলি গেছে এসে | 

নিরাপদ রাখুন, 

যায় তারা ভেসে |



ঘুরে বেড়াই আমি, 

দিবাস্বপ্নের মাঝে | 

মনে রাখি দিন গুলো, 

রাতের কাজে |



মাসের পর মাস বীতে, 

আসে রোকুমের ঋতু | 

দিয়ে যায় কাহিনী,           

ভুলো না যাতে কিন্তু |



ঝড়ো হাওয়া নিয়ে আসে, 

মেঘ, তারা ভবঘুরে | 

রেখে যায় তারা শুধু 

 স্মৃতি অন্তরে |



বর্ষা ও চলে যাবে, 

দেখতেই দেখতে | 

তাই প্রকৃতির স্বভাব, 

স্পর্শ করো থাকতে। 


কলমে - juneandfalls 

গল্পগুচ্ছ (Winner's Anthology)Where stories live. Discover now