অনধিকার

16 2 0
                                    

[০১]
কেন জানি না বড্ড অস্থির লাগছে! শরীরের দুর্বলতার সাথে মনটাও নিস্তেজ হয়ে যাচ্ছে। কারো একজনের অভাব বোধ হচ্ছে বার-বার। কিন্তু তার জন্য তো আমার অস্থির হওয়ার কথা ছিল না। ভেতরটা ভেঙে-চুড়ে যাচ্ছে তাকে একটি বার দেখার জন্য। তার সাথে কথা না বলে থাকতে বড্ড কষ্ট হচ্ছে। চিৎকার করে তাকে বলতে ইচ্ছে করছে আর পারছি না তোমাকে ছাড়া! কিন্তু কিভাবে বলবো তা,,, আমার যে সেই অধিকারটাই নেই!

[০২]
জানো আজ খুব ইচ্ছে করছে একটু অনধিকার চর্চা করতে! ছুটে যেয়ে জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে করছে! জাপটে ধরে বলতে ইচ্ছে করছে ভালোবাসি তোমায়,,, বড্ড ভালোবাসি গো! তোমার ওষ্ঠযুগল একটিবার স্পর্শের আকাঙ্ক্ষায় মনটা কেমন চঞ্চল হয়ে উঠেছে তা যদি বোঝাতে পারতাম তোমায়,, কেমন হতো? তুমি কি সাড়া দিতে এই তৃষ্ণা নিবারণে? অনধিকারে অধিকার কি দিতে?

[০৩]
ধরো যদি এমন হতো একটি দিনের জন্য তুমি আমার হতে,, কেমন হতো? ২৪ ঘন্টা... ১৪৪০ মিনিট... ৮৬৪০০ সেকেন্ড... তুমি শুধু আমার হতে। বেশ অধিকার নিয়ে বলতে পারতাম আজ তুমি আমার। অনধিকারের দ্বিধা থাকতো না একরত্ত্বিও! একটি দিনের স্মৃতি নিয়ে অনায়াসেই বেশ কিছু বছর কাটিয়ে দেয়া যেত। একটি দিন যদি দিতে তবে হয়তো আমার অনুভূতিগুলো ব্যক্ত করার বৃথা চেষ্টা করতাম! তুমিই বলো না ভালোবাসা কি মুখের কথায় বোঝানো সম্ভব? এ যে শুধু অনুভবে অনুভূত! তুমি কি কখনো পারবে না উপলব্ধি করতে? তুমি কি এভাবেই আমার কল্পনায় কাল্পনিক হয়ে রয়ে যাবে?

[৪]
তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আজকাল ভীষণ যন্ত্রণা দেয়। দম আটকে আসতে চায় একটিবার তোমায় দেখার জন্য। তোমায় একটু ছোঁয়ার জন্য ছটফট করতে করতে ভীষণ ক্লান্ত লাগে। সব রঙ কেমন যেন ফিকে মনে হয়। কিছুই ভালো লাগে না।জানি না কতদিন নিজের অনুভূতিগুলো এভাবে মাটি চাপা দিয়ে যাবো।

না বলা যত কথাWhere stories live. Discover now