অধরা

16 2 0
                                    

সেদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎই চোখ আটকে গিয়েছিল তোমার ওপর। পাশ ঘেঁষে যাওয়ার সময় সেই যে চোখে চোখ পড়েছিল আজও তা ফেরাতে পারি নি। জড়তা কাটিয়ে সেদিন তোমায় ডাকা হয় নি। অপ্রত্যাশিত আমাকে যদি গ্রহণ না করতে পারো! অজানা সেই ভীতিও জড়িয়ে ছিল জড়তার মাঝে। শেষ পর্যন্ত তোমাকে দেখে বাড়ি ফিরলাম। একটাই ইচ্ছে তখন সমস্ত মন জুড়ে, তোমার সাথে আবার দেখা হওয়া। ইচ্ছে পূরণ হয়েছিল তবে তা দেখার মাঝেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। একবার নয় অনেক বার দেখা হয়েছিল। কিন্তু তোমায় কিছুই বলা হয়ে ওঠে নি। আমার হাল হয়েছে গ্রিক মিথোলজির ইকোর মতো! নার্সিসিস্টকে নিজের অনুভূতি জানানোর ক্ষমতা আমার নেই। শুধু হয়েছিল দৃষ্টির বদলে দৃষ্টির বিনিময়। পাওয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আমার দিকে তাকিয়ে তোমার সেই অমায়িক দৃষ্টি আর সেই এক চিলতে হাসি!

কে তুমি?,,,জানি না! হয়তো জানতেও পারবো না। তাতে কি নাহয় চির অধরা হয়েই রইলে, নার্সিসিস্টের মতো!

না বলা যত কথাWhere stories live. Discover now