সভ্যজাতী

297 6 0
                                    

মানবতার ঘরে আজি পড়িয়াছে লাথি
কেউতো রইল না বাকী
জনে জনে প্রতিজনে সকলেই চায়
হাতছাড়া করবে নাকো সুযোগ যদি পায়
অন্যকে জব্দ করতে আজ সবাই উস্তাদ
নিরীহদেরই শুধু করতে হবে বরদাস্ত
যে যত পারে হরির লুঠ করে বিবেক দেয় না বাধা
কাজে-কর্মে একথাটাই হয়ে যাচ্ছে সাদা
যার যত ক্ষমতা যত বড় মাথা
তার তত অধিকার রয়েছে বাধা
একদল শুধু লুঠে খাবে অন্যরা কেঁদে যাবে
পারবে না কিছু করতে
মায়া-মমতার জায়গায় এসেছে হিংসা
কারও ভালো দেখলেই উঠে যায় ঈর্ষা
যেভাবেই হোক করতে হবে তার পতন
এটাই এ জমানার নিয়ম
সবাই শুধু ছুটছে স্বার্থের কারনে
মানবতার মাথায় লাথি মেরে
যেভাবেই হোক স্বার্থ চাই-ই-চাই
এরাই হলো সভ্যজাতী
হ্যাঁ .....হ্যাঁ..... সভ্যজাতী

Thanks and also welcome for the next part....

নগ্ন জীবনWhere stories live. Discover now