মোমশিখা

135 6 0
                                    

জ্বলন্ত মোমশিখা,
আপনারে রেখে অন্ধকারে,
বিলিয়ে দেয় আলোকধারা।
পুর্ণ জীবন নি:শেষ করে,
মেরুদন্ড যখন যায় ভেংগে,
যখন আর দাড়াতে পারে না।
জীবনের হিসেবটা তখন কষে ফেলে।
শুন্য হস্তে, নি:স্ব জীবন,
মরন পথের যাত্রী তখন।
সহায় বিহীন পতিত,
সবার করে দৃষ্টি আকর্ষন।
রাঙা শিখায় করে বিপদ নিদর্শন।
তবুও কেউ হয় না সহায়,
দৃষ্টি ফিরায় অবহেলায়।
বুঝতে পারে দুনিয়াটাকে,
শেষ বেলায়।
রাগে - দু:খে - অভিমানে,
আঘাত হানে, মোম-স্তম্ভ মাঝে।
আপনাকে বিলিয়ে দিতে,
দাড়িয়ে ছিল সবার মাঝে,
একদিন যার পেয়ে সহায়।
যদি পারে, জ্বালিয়ে পুড়িয়ে,
মুখ-খানি তার কালো করে,
ঘৃণাভরে চলে যায়।
আবার আসিব না বলে,
এই দুনিয়ায়.........।।

নগ্ন জীবনWhere stories live. Discover now