পরিশিষ্ট

2.1K 121 21
                                    

দুই মাস পর


-দাড়াও তো ...
-সময় নেই । টাই আমি গাড়িতে বেঁধে নিবো !
-কোন দেরি হচ্ছে না । তুমি অন্যের অফিসে চাকরি কর না নিজের অফিসে একটু লেট হলে কিছু হবে না !

ফরিদা পারভিন তাকিয়ে দেখলো আবন্তি খুব যত্ন করে তার ছেলের টাইয়ের নক টা বেঁধে দিল । প্রতিদিনই এমন চমৎকার কিছু দৃশ্য তার চোখে পরে । মেয়েটা এই দুই মাসের ভেতরে কিভাবে পুরো সংসারের সব কিছু আপন করে নিয়েছে ভাবতেও অবাক লাগে । আসলেই যে মানুষ গুলো সারা জীবন ভালবাসা হীন থেকেছে তারা একবার কারো কাছ থেকে ভালবাসা পেলে নিজের জীবন উজার করে সেই ভালবাসা কে আকড়ে ধরে থাকে । আবন্তির বেলাতেও ঠিক এমনই ঘটেছে ।

স্যাম ফরিদা পারভিনের দিকে তাকিয়ে বলল
-আম্মু গেলাম !
-আচ্ছা । সময় মত বাসায় আসবি ।
-আচ্ছা আম্মু । আগে তো একজন ছিল তাই সময় মত আসতাম এখন আবার দুজন । না এসে উপায় আছে !!


স্যাম কে বিদায় দিয়ে আবন্তি আবারও খাবার টেবিলে এসে বসলো ।
আজকের প্লান কি । ইউনিভার্সিটিতে যাবে না ।
-নাহ !
-এভাব ক্লাস কামাই করলে চলবে ! এটেনডেন্সের কি হাল হয়েছে এই দুই মাসে সে খেয়াল আছে !
-সমস্যা নেই । আমার শ্বাশুড়ি আম্মা সামলে নেবেন !

ফরিদা পারভিন ধকম দিতে গিয়েও হেসে ফেললেন । এই মেয়েটা আসলেই কোথায় ছিল এতো দিন !

(সমাপ্ত)


কিছু কিছু বানান ভুল থাকবে, এই জন্য দুঃখিত

Incidents happenWhere stories live. Discover now