Part 3

342 12 0
                                    


আমি : আচ্ছা, কাবিন নামা কত দিবো ?

সে : কাবিন নামা দিতে হবে না ,ফ্রী।

আমি : কিন্তু কাবিন নামা ছাড়া তো বিয়ে হয় না ।আমার কাছে মাত্র ১০০০ টাকা আছে ।

সে : তাহলে ৫০০ টাকা দিও।আর ৫০০ টাকা তোমার কাছে রেখে দিও।

আমি : কিন্তু বিকাশ থেকে তো ১০০০ টাকা ক্যাশআউট করলে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হয় ।

সে : আচ্ছা,তাহলে কাবিন নামা ৪৮০ টাকা দিও।

আমি : ঠিক আছে।তুমি যা বলবা তাই ।

সে : আচ্ছা,তাহলে আমরা কখন পালাচ্ছি ?

আমি : রোববার !

সে : কিন্তু রোববার তো আমাকে ওই ছেলেপক্ষ থেকে দেখতে আসবে ।

আমি : হুম।ওই দিনই আমরা পালাবো।

সে : ওইদিন তো আমাকে বাসা থেকে বের হতে দিবে না !আমরা বরং অন্য দিন পালাই !

আমি : কিন্তু তোমার বাবা তো রোববারেই যেতে বলেছে।

সে : মানে !

আমি : তুমি তো তোমার বাবার কাছে একবারও জিজ্ঞাসা করো নাই।তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের নাম কি ?কোথায় থাকে,কি করে ?

সে : জিজ্ঞাসা করে কি করবো ! আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না।

আমি : আরে বোকা মেয়ে!তোমাকে যে পাত্রপক্ষ দেখতে আসবে সেটাতো আমার ফ্যামিলি।আর পাত্র আমি নিজে ।

সে : দেখো আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না।তুমি যা বলছো তা কি আসলেই সত্যি !

আমি : হ্যাঁ।

সে : কিন্তু তুমি তো আগে কিছু বলোনি ।

আমি : দেখলাম কাবিন নামা চারশত আশি টাকায় বিয়ে করা যায় কিনা !

সে : তুমি না আসলেই একটা....

আমি : কি ?

সে : কিছু না...(মুচকি হেঁসে)

এরপর হঠাৎই ঘুম ভেঙে যায়।জানালার দিকে তাকিয়ে দেখলাম,বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে !বুঝতে আর বাকি রইলো না, এটা একটা স্বপ্ন ছিল।কিন্তু সত্য এটাই আজকের দিনে কাবিন নামা চারশত আশি টাকায় বিয়ে হয় না।আর এটাও সত্য যে,ক্যালকুলেটর টিপে তো আর ভালোবাসার লাভ ক্ষতির হিসাব করা যায় না।

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 11, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

কাবিন নামা ৪৮০Where stories live. Discover now