The Hunt Begins

54 5 2
                                    

ট্রেজার হান্ট, ভেরি ইন্টারেস্টিং গেম। এই খেলায় একটা ক্লু দেওয়া হয়। সেই ক্লু এর ধাঁধাঁ সলভ করে বের করতে হয় পরের ক্লুটা কোথায় রাখা আছে। এরপর তার পরের ক্লু সলভ করে পরেরটা খুঁজে বের করতে হয়, এভাবে সলভ করা আর খুঁজতে থাকা নিয়ে চলতে থাকে গেমটা। শুরুতেই একটা লিমিট ঠিক করে নেওয়া হয় কত ক্লু এর গেম হবে। এটা আমার সবচেয়ে পছন্দের খেলা, কিন্তু আমি এটা লাইফে মাত্র দুইবার খেলেছি, যার একটা হিসেবের মধ্যে না রাখলেও চলে, এবং দুইটাই অনেক আগে। তবে আমি অনেকবার ট্রেজার হান্ট বানিয়ে, মানে ক্লু তৈরি করে লুকিয়েছি আর অন্যেরা খুঁজেছে, আমার ছোট বোন উষা, খালাতো ভাইবোনেরা, এমনকি স্কুলের বন্ধুরাও। বেশ কয়েকবার বড় বোন মিমি আপুও আমার তৈরী ট্রেজার হান্ট খেলেছে। কিন্তু বেচারা আমার ভাগ্যেই কখনো ঠিক করে খেলা হয়ে ওঠেনি। তাই আমি জানিও না আমি ক্লু সলভ করার কতটা ক্ষমতা রাখি। কিন্তু আজ সুযোগ এসেছে। মিমি আপুর হঠাৎই শখ হয়েছে ট্রেজার হান্ট বানানোর, তাই গতো এক সপ্তাহ ধরে তা তৈরী করছে। ত্রিশ ক্লু এর খেলা, খেলব আমি আর উষা। রাতের বেলা খেলা শুরু হবে। ইফতারের পর ওর সামনে বসে আমি আর উষা একটা গল্পের বই পড়ছিলাম আর ও ট্রেজার হান্টের শেষের দিকের কাজ সারছিলো, কিন্তু আমরা নাকি ওর মনযোগে বিঘ্ন ‌‌‌‌‌ঘ‌‌টাচ্ছি বলে আমাদের সেখান থেকে তাড়িয়ে দিলো। আমরা দুজনেও প্রথমে নামাজ পড়ে নিলাম এশার আর তারাবীর। তারপর আমরা দুজনে আমার ঘরে এসে ল্যাপটপে মুভি দেখতে লাগলাম। আসলে এই সুযোগে ও সব ঘরে গিয়ে ক্লু লুকোনো শুরু করলো। মুভির যখন মাঝামাঝি পৌঁছেছি তখন রাত বারোটা পার। রাতের খাওয়াও হয়নি। আসলে খেলব বলে সবকিছুতেই দেরি করছিলাম। উষা গত আধাঘন্টা ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে, মিপু হয়েছে? আর মিমি আপু পাঁচ মিনিট দুই মিনিট করেই যাচ্ছে। উষা মিমি আপুকে ছোটো করে মিপু বলে, সেই ছোট্ট থেকে। আজকাল মাঝে মাঝে আমিও ডেকে ফেলি মাঝে মাঝে। তো ফাইনালি মিপু এলো আর আমাদের দুজনকে দুইটা আলাদা কাগজে একই ক্লু ধরিয়ে দিলো। উষাই এমন করতে বলেছিলো, সব ক্লু দুইবার করে রাখতে যেন আমরা দুজন রেস করতে পারি। মিপু অবশ্য জানিয়ে দিলো শুধু প্রথম কয়েকটাতেই এই ব্যবস্থা। পরের দিকে একটা কাগজেই ক্লু রাখা আছে। আর ওর হিসেবের গন্ডগোলে ত্রিশের এর জায়গায় বত্রিশটা ক্লু হয়ে গেছে। উষা আগেই রওনা দিয়েছিলো, আমিও ল্যাপটপ ছেড়ে উঠলাম। দেখলাম কাগজে একট চশমা আঁকা আছে।

Treasure HuntWaar verhalen tot leven komen. Ontdek het nu