At the end

28 5 6
                                    

আমি প্রথমেই গিয়ে ল্যাপটপে সার্চ দিলাম, ফল এলো এমআইটি নামে একটি বিশ্ববিদ্যালয়। আমি উষাকে দিয়ে পুরো বাড়ি সার্চ করালাম কিন্তু এমআইটি নামে কিছু পাওয়া গেলো না। আমি নিজেও তেমন কিছু খুঁজে পেলাম না। ততক্ষণে রাত তিনটা বেজে গেছে তাই আমি আর উষা সেহেরি খেতে চলে গেলাম। খাওয়া শেষে উষা মিমি আপুর সাথে ঘুমাতে গেল আর আমি বিছানায় ঢুকে ল্যাপটপ নিয়ে মুভিটা আবার দেখতে বসলাম। এবারে মুভিটা দেখেই শেষ করলাম। হঠাৎ উষার কাছ থেকে ম্যাসেজ এলো, মিমি আপু আবারো ক্লু লিখতে গিয়ে গড়বড় করেছে ওটা 4th University নয় 1st University হবে, উত্তর হবে oxford. আমি তখনই ল্যাপটপে সার্চ মেরে দেখলাম সত্যিই তাই। আমার হঠাৎ মনে পড়ল যে আমাদের বাড়িতে oxford নামে একটা ডিকশনারি আছে। ততক্ষণে ৪টা বেজে অনেক্ষণ হয়ে গেছে। আমার তখন ঘুমানোর কথা, কিন্তু যখন বুঝে গেছি পরের ক্লু কোথায় রাখা হবে তখন আর থেমে থাকতে পারলাম না। মশারি ছেড়ে বের হয়ে উষাদের ঘরে গেলাম, ওরা ঘর অন্ধকার করে শুয়ে আছে, আমি ফোনের ফ্ল্যাশলাইট অন করে বুকশেলফের কাছে গিয়ে খুঁজতে থাকলাম কিন্তু পেলাম না। মিমি আপু বলল এখন খুঁজতে হবে না, ঘুমাতে যা পরে খুঁজিস। আমার তখন মনে পড়ল ঐ ডিকশনারিটা আমার বুকশেলফে রাখা আছে। আমি তাই বললাম ঠিক আছে। বলে আমি ঐ ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার বুকশেলফ আব্বুর ঘরে আছে আর আব্বু ঘুমাচ্ছে। আমি ঘর থেকে বের হতেই মিমি আপু বলল আব্বুর ঘুম যেন না ভাঙে, আমি যেন ঘুমাতে চলে যাই। কিন্তু আমি চুপ চুপ করে আব্বুর ঘরে গেলাম, বুকশেলফের কাছে এসে সাবধানে ফ্ল্যাশলাইট অন করলাম। সব উপরের তাকে যেখানে ছিল সেখানেই ডিকশনারিটা আছে। আমি ওটা খুলে ওটার মধ্যে থেকে পরের ক্লুটা সাবধানে বের করে ডিকশনারিটা আগের জায়গায় রেখে দিলাম। তারপর ফ্ল্যাশলাইট বন্ধ করে সাবধানে ঘর থেকে বের হলাম। ক্লুটা পড়তে পড়তে উষাদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। উষা তখন চেঁচাতে লাগল যে ঐও ক্লু পড়বে। আমি তখন উষার মশারির কাছে গিয়ে ক্লুটা দেখালাম ওকে।

২২। কালির আগাই লাগাই পি
উঠব এবার বাস এ
যাত্রা হবে 'কেট' এর উদ্দেশ্যে

উষা পড়তে পড়তে বলল, কালির আগাই লাগাই পি মানে পিকালি? আমি বললাম মাথা খারাপ। কালির আগাই মানে ইঙ্কের আগাই লাগাই পি কাজেই পিঙ্ক হবে উত্তর। এতটুকু বের করে আমি উষাদের ঘরে পায়চারি করতে লাগলাম। এবার আমাকে পরের লাইনের মানে বের করতে হবে, আমি জোরে জোরে বলতে লাগলাম। উঠব এবার বাস এ, এর মানে কি হয় মাথায় আসছে না। আচ্ছা পরের লাইন নিয়ে ভাবা যাক। যাত্রা হবে 'কেট' এর উদ্দেশ্যে, যাত্রা হবে 'কেট' এর উদ্দেশ্যে। উঠব এবার বাস এ, যাত্রা হবে 'কেট' এর উদ্দেশ্যে। বাস 'কেট'- বাসকেট। কারেক্ট বাসকেট। মানে পুরোটার মানে দাঁড়ায় পিঙ্ক বাসকেট। এখন খালি আমাকে পিঙ্ক বাসকেট খুঁজে বের করতে হবে। উষা বলল, পিঙ্ক বাসকেট তো বাক্স এর উপর আছে। আমার মনে পড়ল সত্যিই বাক্সের উপর যে ঝুড়িটা আছে সেটা রঙ গোলাপি বটে। কিন্তু সেটা পুনরায় আব্বুর ঘরে। মিমি আপু বলল এখন শুতে যা, আব্বুর ঘর থেকে এখন ক্লু নিতে গেলে আব্বু জেগে যাবে। আমি ক্লু এর কাগজ উষাকে ধরিয়ে দিয়ে ঘর থেকে বের হলাম। আব্বুর ঘর পাস করার সময় মনে হলো একবার ট্রাই করে দেখলে কেমন হয়। আমি আবার চুপে চুপে আব্বুর ঘরে ঢুকলাম। আব্বুর খাটের পাশে যে বিশাল বাক্স আছে তার উপর গোলাপি বাসকেট রাখা আছে। আমি উপরের রাখা চাদর হঠিয়ে খুব সাবধানে হাত রাখলাম। এক কোণায় রাখা ছিল ক্লুটা, আমি সেটা বের করে নিয়ে এসে উষাদের ঘরে এসে উষার মশারির বাইরে রেখে ওকে দেখালাম।

Treasure HuntKde žijí příběhy. Začni objevovat