কথাবার্তা(২)

14 2 1
                                    

Continuing,

আরও কিছু কথাবার্তা হলো তাদের মধ্যে।

অর্কদেব:- if you don't mind, আমি কি আপনাকে তুমি বলে সম্বোধন করতে পারি?

অরুন্ধতী:- হ্যাঁ, আমিও কিন্তু তুমি বলেই বলবো

অর্কদেব:- তোমার যা ইচ্ছে।

অরুন্ধতী:- এখন থেকেই শুরু করেছ।(একটা মুখ চাপা হাসি দিয়ে সে বলল)

অর্কদেব:- আমি বললেই কি দোষ?

অরুন্ধতী:- ধ্যাত, কি বলছেন বলুন তো? তা মজা করছিলাম।

অর্কদেব :- (একগাল হেসে দেয় ছেলেটা) আমার মজাটা বুঝলে না?

অরুন্ধতী:- (সে হাত দিয়ে অর্কর গায়ে হালকা ধাক্কা দেয়) ধুর তোমার মজা।

অর্কদেব:- তাহলে আপনার হ্যাঁ নাকি না?

অরুন্ধতী :- কি বিষয়ে বলছ বল তো? বিয়ে?
তাই হয় তাহলে তো তোমার এটা জানা উচিত যে ডিসিশন নিতে আমার সময় লাগবে। ততদিনের জন্য কি আমরা রিলেশনশিপে থাকতে পারি?

অর্কদেব:- are you asking me out? প্রথম দেখাতেই আমাকে তুমি পছন্দ করেছ? I mean seriously?

অরুন্ধতী :- ছেলে যদি এত হ্যান্ডসাম হয় আর তার কথা যদি এত সুন্দর হয় ,তাকে যদি আমি পছন্দই না করি তাহলে আমার পছন্দটা খারাপ বলে আমি মনে করব।

অর্কদেব:- সত্যি বলতে কি বলতো I genuinely agree with you. কিন্তু আমাদের উচিত আমাদের বাবা মাকে আগে জিজ্ঞাসা করা।

অরুন্ধতী:- আমারও তাই মনে হয়। Ok let's go.

Author's POV:-

দুজন নিজেদের কথাবার্তা শেষ করে সিঁড়ি দিয়ে নেমে গেল তাদের মা-বাবাকে তাদের মনের কথা জানাতে। দুজনেরই মুখেই একটা অন্যরকম হাসি যেন মনে হচ্ছে একে অপরের সাথে এই আধ ঘন্টার কথোপকথনের দরুন অনেকটা জেনে ফেলেছে একে অপরকে। তাদের দেখে বাবা মা জিজ্ঞাসা করে উঠলেন,

"কিরে তোদের ডিসিশন টা জানা এবার।"

অনেক কষ্টে অরুন্ধতীর মুখ থেকে স্বর বেরোলো

অরুন্ধতী:- আসলে কি বলতো আমাদের একে অপরকে পছন্দ হয়েছে কিন্তু আমরা চাই একটা রিলেশনশিপে থাকতে আর একে অপরকে আরো কিছুটা জানতে তারপরে আমরা আমাদের ফাইনাল ডিসিশন জানাবো।

অরুন্ধতী ও অর্কদেব ❤️🦋Wo Geschichten leben. Entdecke jetzt