#পর্ব ২- সূর্যাস্ত

11 1 4
                                    

ধীরে ধীরে বাড়তে থাকে শীতের দাপট গায়ে cotswool, sweater, jacket, লেপ,কম্বল মুড়ি দিয়ে তখন ঠান্ডায় কাঁপছি আমরা (মা,বাবা, আমি, দিদি) , অপেক্ষা আর এক অবর্ণনীয় সূর্যাস্তের ঘড়িতে তখন ঠিক সাড়ে পাঁচটা আমরা হোমস্টের বারান্দায় এসে দাঁড়ালাম, সেই হাড় হিম করা ঠান্ডায় চৌখাম্বা ও তার সংলগ্ন শৃঙ্গ গুলোর আলোর খেলা শুরু হলো আমরা সাক্ষী থাকলাম আরো এক অপার্থিব হোলিখেলার, যাকে কথায় বর্ণনা করা যায়না, প্রত্যেক মুহূর্তে পাহাড় এক একটা রং নিচ্ছে, প্রথমে সাদা তারপর ঘিয়ে তারপর কমলা। আহা কি অসাধারণ সৌন্দর্য, মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আমরা সেই পনেরো মিনিট ।

সূর্যাস্তের সাথে সাথেই নেমে এলো অন্ধকার আর সেদিনের একরাশ আলোকিত স্মৃতি নিয়ে আবার ঢুকে গেলাম আমরা লেপের তলায়।

ঘড়িতে তখন সন্ধ্যে ৬.৩০ হঠাৎ শুনতে পেলাম সন্ধ্যা আরতির ঝাঁঝ, ঘন্টা শঙ্খের আওয়াজ, মনের মধ্যে যেন একটা বিদ্যুৎ খেলে গেল আমার, হঠাৎ কি হলো ঠিক জানিনা, একটা জ্যাকেট গায়ে দিয়ে ,জুতো পরে, লাফিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে কিন্তু মন্দির অবধি উঠতে উঠতে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা আরতিও নাকি ৫মিনিট আগেই শেষ হয়ে গিয়েছে আর সেদিনের মতো মন্দিরও বন্ধ হয়েগেছে ততক্ষনে। ফেরার পথে পা বাড়াতেই আবার চোখ পড়লো সেই চন্দ্রশীলায়, এখন আর ঠিকমতো দেখাও যাচ্ছেনা যেন । অন্ধকারকে ভয় লাগার জন্যই হয়ত এক অজানা ভীতি বাসা বাঁধছিল মনের কোণে তাই খানিকক্ষন মন্দির চত্বর এ থেকে, কিছু লোকের সাথে আলাপ আলোচনা করে আবার ফিরে আসি রাতের আস্তানায়।
সেই রাত-টা ছিল আমার কাছে বড় এক কঠিন রাত। ঠান্ডার কথা বাদ দিয়েই বলি চন্দ্রশীলা আর ওঠা হবেনা কারণ পরদিন সকালেই আমাদের নিচে নামা এবং তারপরের ট্রেক এর উদ্দেশ্যে তুঙ্গনাথকে বিদায় জানিয়ে বেরিয়ে যাওয়া । তাহলে কি এবারের মতো অধরাই থেকে গেল আমার চন্দ্রশীলা অভিযান?? কোনোভাবে নিজেকে সান্তনা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম কোথায় ? বার বার ঘুম ভাঙে আর বার বার এক কষ্ট আমাকে ঘিরে ধরে। আসার আগে নিজের কাছে নিজে প্রমিস করেছিলাম, "এবারে চন্দ্রশীলা উঠতে পারলে আবার ট্রেক এ যাবো নইলে এই আমার শেষ ট্রেক হবে",
তাহলে কি নিজের কাছে নিজে প্রমিস রাখতে পারবোনা,চেষ্টা না করেই হেরে যাবো নিজের কাছে? এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে খানিকক্ষনের জন্য চোখটা লেগে যায় আমার।
এখানেই গল্পের শেষটা হয়ে যেত, বা হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু কিছু স্বপ্ন শেষ হয়েও হয়ত শেষ হয়না ।

চন্দ্রশিলা অভিযানWhere stories live. Discover now