হতেও পারে

0 0 0
                                    

হতেও পারে আমি কখনো,
পাবো না তোমার দেখা;
ঘুমন্ত শহরে রূপালী রাতে,
তবুও করবো তোমার অপেক্ষা...

প্রেমাতাল হয়ে আমি,
ঘুরবো তোমার শহরে;
আরো একবার বলছি তোমায়,
ফিরিয়ে দিও না অবহেলে...

রূপালী গিটারে ছন্দ তোলো,
দেবো না কোনো বাধা,
শুধু একবার অনুমতি দাও...
আমি হবো তোমার কবিতা,,

জানি তুমি কত যে দূরে,
তাও যে তোমার চোখে,
দেখি আমার জীবনটাকে,
হ্যালো! তুমি পারছো কি শুনতে?

আগুন পাখি হয়ে তোলো,
প্রতিবাদের ঝড়
আমার প্রশ্নে তবে তুমি,
কেন নিরুত্তর?

কারাগার ভেঙে আজ,
খুলবো মনের দ্বার,
‘ভালোবাসি তোমায়’
যদি বলো একটিবার...!

অনন্ত প্রেম দেবো উজাড় করে,
যেখানে সীমান্ত তোমার
তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার আমি তোমার !!

হৃদয়মাঝে আসো তুমি,
সানাইয়ের সুরে....
চলো না হারিয়ে যাই,
দূরে বহু দূরে...

ব্যাকুল হৃদয় যদি পড়ে,
উত্তাল ঝড়ের তোড়ে;
বেদনাসিক্ত নয়ন অশ্রু
তবুও রাখবো গোপন করে...

আছো যেমন মনের মাঝে,
থাকবে এমন করে;
তোমায় ভালো বেসে যাবো...
সারা জীবন ধরে

আছো তুমি স্বপ্ন - কল্পনায়,
আছো হৃদয় জুড়ে
তুমি শুধু আমারই হবে,
কে জানে; হতেও তো পারে...।

Poetry by LeenWhere stories live. Discover now