সে

0 0 0
                                    

বিনিদ্র রাত কাটে যাকে ভেবে যারে,
সে আছে আমার নয়ন গভীরে...
ভাবনা মগ্ন হৃদয় যাকে ঘিরে,
মন মাঝি নোঙর করেছে তার তীরে...

সে তো আজও দেখলো না আমারে,
সে তো আজও চিনলো না মোরে...

ঘুমিয়ে গেলে যে স্বপ্নের বাসরে,
অনুভূত হয় সে আলো ও আধারে,
নির্জন নিরালায় কিংবা বহু ভিড়ে,
প্রতিনিয়ত অন্তর পুড়ে তার তরে...

মন যারে চায় প্রণয়ের তরে,
সে ঘুরে ফেরে মনের শহরে...
গান বাধে প্রাণ যার দেয়া সুরে,
নিজেকে ভাসিয়েছি তার প্রেম জোয়ারে...

সে তো আজও দেখলো না আমারে,
সে তো আজও চিনলো না মোরে...

Poetry by LeenWhere stories live. Discover now