কল্পনা

1 0 0
                                    

কল্পনায় অলস দিন,
বিনিদ্র রাত অন্তহীন,
ঘুমিয়ে গেলে তোকে চিত্রকল্পে আঁকি;
দুরত্বটা তোলা থাক,
দুটি মন মিল যাক,
স্বপ্নতেই চলে আজ হাতে হাত রাখি,,,,

মেঘ-বৃষ্টির মিলনকালে,
হঠাৎ তোকে পাশে পেলে,
মন চায় তোর কাঁধে মাথা রাখি;
শীতল হাওয়া গায়ে,
শিশির ভেজা পায়ে,
চলনা চিরকাল একসাথে থাকি,,,

বেলার পর বেলা পাড় করে,
রাতের পর রাত জেগে,
আজ আমি শুধু তোর কথা ভাবি,
সকলকে ফাঁকি দিয়ে,
শুধু তোকে পাশে নিয়ে,
আজ কেন তোর জন্য স্বপ্ন আঁকি?

আবেগী হয়ে,
মন সায়রে,
আজ আমি রূপকথায় কাব্য লিখি;
মন কুটিরে,
যত্ন করে
আজ কেন তোকে আগলে রাখি?

আজ মনে মনে,
ঘুমের ঘোরে,
শুধু তোর সাথে কথা বলি;
আবার ঘুমহীন চোখে,
কল্পনায় তোকে,
ইচ্ছে হলেই জড়িয়ে ধরি,,,!!

সেদিন যেন হঠাৎ করে,
বন্ধ মনের দুয়ার খুলে,
তোর অস্তিত্ব অনুভব করতে থাকি...
বাস্তবে যদি না হোস আপন,
রইবি না হয় সারাজীবন,
সব নগদের মাঝে তুই একটি মাত্র বাকি,,,

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 26, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Poetry by LeenWhere stories live. Discover now