part 3

18 3 0
                                    

আজ অরণ্যের জন্মদিন মা অনেক করে বলল মামা বাড়ি যাওয়ার কথা না এবার আর মামাবাড়ি যাওয়ার ইচ্ছা নেই গতকাল সে তার সেরা উপহার পেয়ে গেছে।যাকে নিয়ে দিন রাত সে স্বপ্ন দেখেছে সে তাকে সারা জীবন এর মতো ছেড়ে চলে গেছে। মাকে বলল তার আজ অনেক কাজ আছে অপিশে যদি সময় হয় তবে রাতে যাবে সে। অফিসে যেতে মন চাইছে না আজ টুক করে একটা ম্যাসেজ করে দিল বস কে আজ সে ছুটি নিচ্ছে সাথে কাজ গুলো সে শেষ করে মেইল করে দিয়েছে।সারাদিন রোদে বইপারায় ঘুরে খুব ক্লান্ত লাগছে সামনেই একটা সুন্দর লেক সেখানে গিয়ে বসতে গেলো সে । আজ কাওকে একটা এই সময় এ পেলে খুব ভালো লাগতো তার । লেকের ধারে সব বেঞ্চগুলো প্রায় ভর্তি একটা বেঞ্চে একটা মেয়ে বসে একা চেনা চেনা লাগলো তার একটু সংকোচ নিয়েই এগিয়ে গেলো সেই দিকে

****

অফিস থেকে সোজা বাড়ি না গিয়ে রিমি লেকের ধারে বেঞ্চটাতে গিয়ে বসল। সন্ধ্যার সময় গঙ্গার ওপর অস্ত যাচ্ছে সূর্য তার আভা ছড়িয়ে দিয়েছে সারা লেকের জলে । কতগুলো বাচ্চা মা বাবার সাথে ঘুরতে এসেছে এখানে । কতগুলো  প্রেমিক প্রেমিকা বসে আছে একে অপরের হাত ধরে চোখে চোখ রেখে বলছে নিজেদের কথা প্রেমের কোনো বয়স নেই সেটা বোঝা যাচ্ছে দূরের বৃদ্ধ বৃদ্ধা কে দেখে আজও নিজের প্রেম কে বজায় রেখেছে । একটা বাচ্চা তার মা বাবার কাছে কিছু একটা চাইছে মা বাবা সেটা না দেওয়ার জন্যে কান্না কাটি করে একাকার কিছুক্ষন পর বাবা বাধ্য হয়েই সেটা কিনে দিল। এই জিনিস ত রিমিকে  অতীতে নিয়ে চলে গেলো এক নিমিষে সেই ছোটবেলায় সে তার   বাবা মা এর সাথে এই জায়গায় আসতো মাঝে মাঝেই কত কি খেলা করতো বাবা ওর সাথে । সেই দিনগুলো ওর কাছে সোনায় মোড়া অতীত। একা বসে রিমি অতীত এ চলে স্বপ্ন মোড়া দিনগুলোতে ফিরে যাচ্ছিল । রিমির হুস ফিরল একটা ছেলের ডাকে চোখ খুলে দেখলো তার অফিসের বন্ধু না শুধু বন্ধু না এক কথায় বলা চলে তার একটা মাত্র জায়গা যেখানে সে সব থেকে  comfort পায় সে । এমন একটা মন খারাপ এর বিকেলে একে দেখে খুব খুশি হলো রিমি , যাক কাউকে পাওয়া গেলো আজ সময় কাটানোর জন্যে ।

ভালোবাসার বারান্দাWhere stories live. Discover now