part 6

16 3 2
                                    

বৃষ্টি ভেজা শহর কলকাতায় দাড়িয়ে গেছে জল তাই বাড়ি ফেরা হয়না রিমির। বাড়িতে ph করে জানিয়ে দেয় সে আজ ফিরতে পারছে না ।কিন্তু কোথায় যাবে তারা!?
অরণ্য  তার বড় মাসী কে ph করে এবং তার কলেজ স্ট্রিট এর ফ্ল্যাট এ মাসিও বৃষ্টির জন্য নিজের ব্যাপার বাড়ি গিয়ে আটকে গেছে।
    
ফ্ল্যাট এ ঢুকেই মাসির কথা অনুযায়ী দুজন নিজেদের পোষাক খুঁজে বের করে। মাসি রিমি কে চেনে এবং পছন্দও করে , তাই মাসি র নিজেই বলেন রিমি যাতে আলমারি খুলে একটা শাড়ি বের করে নেয়। প্রতিদিনের বিদেশি পোশাকের বাইরে রিমিকে দেখে মুগ্ধ হয়ে যায় অরণ্য। এত সুন্দর লাগে রিমিকে এই সাজে?
কিরে, এই খাবি না কিছু??? খিদে পাচ্ছে না?কি দেখছিস হা করে
মুগ্ধতা কাটিয়ে ওঠে অরন্য, "হ্যা নিশ্চই খাবো কিন্তু কি খাবো??! রান্না করতে তো পারিস না! আমিও পারিনা ! কি করা যায় ? চল দেখি রান্না ঘরে কি আছে ! ফ্রিজে কি কিছু আছে! দাড়া একটা কল করি মাসি কে।
বলে আবার মাসি কে ph করে অরণ্য।
-হ্যালো মাসীমণি
– বল
- শোনো না, আমাদের না খুব খিদে পেয়েছে কি করবো বলোতো??
- ও হ্যাঁ , দেখতো ফ্রিজে বোধয় একটু চিকেন আছে । আর তো কিছু নেই সোনা দেখতো খেতে পারিস কিনা।
- দাড়াও দেখছি । হ্যাঁ আছে তবে খাবো কি দিয়ে ?
রান্না ঘরে অনেক কিছু আছে বানিয়ে নে ফোন এ একটুও চার্জ নেই রাখি রে নিজেদের মত করে নে।
- বলছি শোনো রিমি তো...
যাহ কেটে গেল ফোন টা ধুর বাবা রিমি তো রান্না করতে পারে না সেটা বলাই হলো না ।কি হবে?

এ নে কফি খা, হ্যাঁ এটা বানাতে পারি আমি ।দেখলাম আছে তাই বানালাম ,খেয়ে দেখ ভালো লাগবে। কফির কাপ এ চুমুক দিল রিমি। হুঁম বেশ ভালো বানিয়েছে অরণ্য তবুও একটু রাগানোর জন্য বলল, ইসস কি বাজে হয়েছে খেতে চিনি দিসনি?? ছি ছি এটাও পারিসনা তুই।
**কি দিলাম তো চিনি দে দেখি বলে কাপ এ চুমুক দিল সে। কই রে আহাম্মক ভালোই তো হয়েছে ।নিজে তো কিছুই পারিস না এটা তো তাও পারি।
__কই দেখি , ওও হ্যাঁ এখন মিষ্টি লাগছে।একটু আগে লাগছিল না । যাক গে তোর কই??
**না না অত সখ নেই একটা বানিয়েছি half তুই half আমি।দে এবার।
__ খাবো কী?
** আছে চিকেন  সাথে কি সেটা জানি না ।
__ আচ্ছা আমি দেখছি ।
                         
****
এই ভাত বসাবো?? পারি এটা
- কর যা ইচ্ছা।
এই Maggie আছে খাবি??
-চিকেন দিয়ে Maggie ? আচ্ছা কর। তার মানে কি ভাত টা পারবেন না ?? বলে হো হো করে হেসে ওঠে অরণ্য। কথা আর হাসির মাঝে current অফ হয়ে যায়। যাহ এবার কি হবে।
"এই অরণ্য এই ছেলেটা, একটু ফ্ল্যাশ লাইটটা ধরনা রে । Maggie টা বানাবো তো নাকি", অরণ্যকে হুকুম ডে রিমি।
"ধুর বাবা, কি হল কি একটা কাজ ও কি পারিসনা" বলতে বলতে অরন্য নিজের মুখটা রিমির কাধে রাখে। নে ধর বলে  ফোনের ফ্ল্যাশ টা অন করে ধরে।
এই মুখটা তোল কাধ থেকে , আমার অসুবিধা হচ্ছে ।
__ ও তাই নাকি রে , আমার ভালো লাগছে নাকি এই লাইট ধরে দাড়িয়ে থাকতে??
ওটা লাইট ধরে থাকা আর এটা অসুবিধা দুটোর পার্থক্য আছে অনেক।
__তাই?? তো হোক অসুবিধা আমি আরও অসুবিধা বাড়াতে পারি দেখবি। কানের কাছে ফিসফিস করে বলল অরণ্য।

না দরকার নেই তুই যা এখান থেকে আমায় করতে দে কাজটা । রাগ দেখিয়ে বলল রিমি (মনে মনে যদিও ভালো লাগছিল।)
__হ্যাঁ সে তো এখন ভালো লাগবেই না দুদিন পর যখন তোর বর করবে তখন দেখবি সব ভালো লাগবে ।

অরন্য চলে যেতেই রিমি নিজেকে বলল , চাই তোকেই তো বর হিসাবে চাই।

********

অবশেষে খাবার রেডি। মেনু চিকেন উইথ Maggie। খাওয়া শেষে ফ্ল্যাট এর ব্যালকনি তে এসে দাঁড়ায় ওরা।
জানিস রি তুই কত ছেলের crush। এই তুই কারোর ওপর crush খাসনি?? না দেখ খেলে বল আমি এনে দেব তাকে তুই এই একা ঘুরিস, নিজের care করিস না এগুলো আর ভালো লাগে না অসুস্থ হয়েও পড়িস।তাই আমি চাই এমন কেউ আসুক যে তোকে care করবে দেখবে even বকবেও । দেখ রিলেশন এ যাওয়া টা খুব খারাপ নয়
- তাহলে তোর সাথে কেন এমন হলো?
·– আমার টা আলাদা রি, ওটা ভুল ছিল। দেখ আমার কাছে অনেক ভালো ছেলে আছে and i know সবাই তোকে ভালোই রাখবে। তুই শুধু বল কাকে পছন্দ। জানিস ওরা ভীষণ crush ও খেয়েছে তোর প্রতি। কিরে কথা গুলো শুনছিস?
অন্য মনস্ক ভাবে হাতে করে আনা সিগারেট টা জ্বালায় রিমি। — রি, কি এসব ?? বলেছি না এসব খাবি না তুই! তোর ঠোঁট এ এই জিনিসটা মানায় না,  রিমির হাত থেকে জ্বলন্ত সিগারেট টা ছুড়ে ফেলে দেয় সে।  তুই কথা দে আর খাবি না এসব।
- কি বলছিলি যেন .. এই তো বেশ আছি অরণ্য কি দরকার এই রিলেশনশিপ?
— তুই দেখ না আমি পাঠাবো ছবি গুলো?? দাড়া ph টা আনি।
-কি হবে এই সবের ? আচ্ছা সবাই তো খায় crush তুই খাসনি?? ভালোলাগে না আমায়??
— এই কি রে কাকে বলছিস কি বলছিস রিপিট কর। আমি ph আনতে গেলাম আর দেখি তুই একা বকছিস । কিরে কি হলো কোথায় মন তোর কাকে নিয়ে ভাবছিস.?
- তোকে নিয়ে
— কেন আমি সেলিব্রিটি নাকি??
- না তা কেন হবি
— বল বল কাকে নিয়ে ভাবছিস?
- জানি না ঘুম পাচ্ছে বৃষ্টি কমলে বলিস
— কি !! ঘুম পাচ্ছে?? এই বৃষ্টি তে ইসস আমার তো প্রেম পাচ্ছে । ইস একটা girlfriend থাকলে ঠিক এমন করে চুমু খেতাম । বলে রিমির ঠোঁটের কাছে নিজের ঠোঁট কে নিয়ে গেল অরণ্য। চোখ বন্ধ করে ফেলে রিমি। না স্পর্শ করেনি।
— হাহা , কি ভাবলি তোকে আমি চুমু খাবো। হাহা, তার পর তোর ফিউচার hubby আমায় শেষ করুক আর কি।
- ধ্যাৎ । আমি চললাম ঘুমাতে ডাকবি।

ঘরে গেল রিমি বাইরে দাঁড়িয়ে অরণ্য। বিছানায় শুয়ে ভাবতে লাগলো কি হচ্ছে তার সাথে ?? অরণ্য এমন কেন করছে?? সত্যি কি অরণ্য ও কিছু অনুভূতি আছে?? নাকি নেই??

ভালোবাসার বারান্দাWhere stories live. Discover now