জীবন আমাদের নানান দিক যে নিয়ে যায়

33 3 19
                                        


I've decided to write this story in Bangla, because I believe it wouldn't stay true to its source if I wrote it in English. I apologise to anyone reading this who isn't from Bangladesh!

আজ ১৭ই জুলাই। আমার এইচ.এস.সি. পরীক্ষার আর মাত্র ১ মাস বাকি। স্বাভাবিকভাবেই আমার দিনকাল চলে শুধুমাত্র বই বা গাইড এর ভেতর মাথা গুঁজে। তবে জীবনকে আর থামায় কে? গতকাল আমার সাথে এমন এক ঘটনা ঘটলো, আমি বুঝলাম আমি তা না লিখে থাকতে পারবো না।

আমি কাহিনীতে অগ্রসর হওয়া পূর্বক বলে রাখতে চাই একটিমাত্র কথা। আপনারা যে-ই এই লেখাটি পড়বেন, অনুগ্রহ করে আমার বাংলা ভাষাগত দক্ষতা মাফ করে দিবেন।  আমি বাংলায় যতই না কম কথাবার্তা বলি, তার চেয়েও কম লেখালেখি করি। 

এই বড় লজ্জার কারণেই ১৬ই জুলাই সকালে আমার স্থান ছিল কলেজের প্রায় জনশুন্য পরীক্ষাকক্ষে। পরীক্ষাটি ছিল বাংলা ২য় পত্র মডেল টেস্ট। আমার সহপাঠীরা আমার মতো হোপলেস নয়, তাদের ঠিকই বাংলা ভাষায় দক্ষতা রয়েছে। তারা বাংলা ২য় মডেল টেস্ট না দেওয়ার সিদ্ধান্তেই আমি নিজেকে খুজে পেলাম সেই জনশুন্য কক্ষে। 

যাই হোক, আমার পরীক্ষা যেমন যাওয়ার তেমনই গেল। গ্রীষ্ম শব্দটির উচ্চারণ গ্রিশ্‌শোঁ, পথভ্রষ্ট শব্দটির ব্যাস বাক্য পথ থেকে ভ্রষ্ট এবং এর সমাস ৫মী তৎপুরুষ - আমি যা যা পারি লিখে দিয়ে আসলাম। পরীক্ষা মোটামুটি কঠিনই হয়েছিল। তবে তাই বলে আমি খুশি হলাম এই চিন্তায় যে আমার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত ছিল।

আমার কলেজ এর পথ আমার বাসা হতে অনেক দূর। প্রথমে ট্যাম্পো করে অর্ধেক পথ অতিক্রম করতে হয়, এরপর রিকশা ভাড়া করে বাকি অর্ধেক। আমি দ্রুতই কলেজ ক্যাম্পাস ত্যাগ করে ট্যাম্পোতে উঠে গেলাম, বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে আবার পড়তে বসতে হবে চিন্তায়।

ট্যাম্পোর যাত্রাটি প্রকৃত পক্ষে দীর্ঘ হলেও আমার মনে পরীক্ষার প্রশ্নসমূহ ঘুরতে ঘুরতেই আমার সময় কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্যাম্পোটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং আমি নেমে যাই। ট্যাম্পোর ভাড়াটি দিয়েই আমি আমার বাকি অর্ধেক পথ যাত্রার জন্য রিকশা খোজার শুরু করি।

Random Thoughts - Really Random ThoughtsWhere stories live. Discover now