পর্ব:৫

19 2 0
                                    

গল্পঃ #বাস্তবতা
                     ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
                           পর্ব -৫

নদীর পাড়ে চারপাশে ছোট বড় গাছ, দুর্বা ঘাসে যেন সবুজে ঘেরা, নদীর টলটলে পানি, এ যেন মনো মুগ্ধকর দৃশ্য।
 
সানু আমি কী বেশী দেরি কইরা ফেললাম?
সাহনা  প্রকৃতির প্রেমে মগ্ন  ছিল, সাব্বির এর  কথা শুনে  ধ্যান ভাঙ্গিলো,
সাহানাঃ না বেশি দেরি করো নাই, হাতে সময় কম কী বলবা  তরাতরি বলো, সাঝেঁর আগে বাড়ি ফিরতে হবে,

সাব্বিরঃ সানু তুমি আমার কাছে  আইলে এমন যামু যামু কর কেন?

তোমারে দেখলে আমার পঁড়ানটা  জোরাইয়া যায় এইডা তুমি বোঝো নাহ?

সাহানাঃ সব বোঝাবুঝি  আমি বিয়ার পরের জন্য রাখছি, তুমি  তারাতারি মেট্রিক পাশ দিয়া ,চাকুরী লও তারপর আব্বার কাছে বিয়ার প্রস্তাব দাও, যানো সাব্বির আমার ভয় হয় ''তোমার চাকুরী  পাওয়ার আগে যদি, বাজান আমারে  বিয়া দিয়া দিল  তখন আমি কী করব  বলো?

হঠাৎ সাব্বির  সাহানার হাত চেপে ধঁরল,
  সাহানার কিশোরী মনে যেন বিদ্যু্ৎ  খেলে গেল, সারা শরীরে যেন শি্রশি্র  অনুভূতি  হল!

সাহানাঃ ভালবাসার  মানুষ হাত ধরলে বুঝি   এমন শরীরে  শি্রশি্র  লাগে অস্থিরতায়  মনে হয় শরীর অবশ লাগছে  আবার ভালোও লাগছে, এ কেমন দো-টানা (মনে মনে বলল)।

সাব্বিরঃ তোমার বিয়ের কথা  মুখেও আনিয়ো না সানু?

তোমার মুখে এ কথা  শুনলে আমি নিজে ঠিক থাকতে পারি নাহ,,,

সাহানাঃ আচ্ছা  আমি আর বলবো না তুমি মন খারাপ করিয়ো নাতো।

হঠাৎ সাহানার মনে পড়ল,,,,,,


   
               

                

গল্পঃ#বাস্তবতাWhere stories live. Discover now