পর্ব:১৩

13 2 0
                                    

গল্পঃ #বাস্তবতা
                 ,,,,,,,,,,,,,,,,,,,,
                   পর্ব -১৩



আর  একা থাকলে গুনগুন  করছে,তখন দিলু কইলো আফা আপনার গান মেলা ভালা লাগছে এট্টু  জোরে গান না,
ওই চুপ থাক সাহানা ধমক দিলো দিলুকে।

এরমধ্যেই ,,,,,,,,,
সাহানার বাবা  দোকানে আসল

জয়নাল বেপারীঃসাহানা মা আমার আসতে এট্টু দেরি হয়ে গেল।

সাহানাঃনা আব্বা দেরি হয় নাই।
সাহানার বাবা বলল,
মা বাড়িতে যা  নিতে হইব  তা কি ঠোঙ্গায় ভরছো।

হ,, আব্বা ভরছি।  আমি কি এহন এইগুলা বাড়িতে লইয়া যামু?সাহানা বলল।

না , মা তোমার নিয়া যাওয়া  লাগবো না, আমি আর দিলু   রাইতে লইয়া  যামু। জয়নাল বেপারী বলল।

(সাহানা মনে মনে  সস্থি পাইল, কারণ বাড়িতে যাওয়ার সময় সাব্বির এর লগে দেখা করতে ওগুলো নিয়ে ঝামেলা হয়তো।)

সাহানাঃ আচ্ছা আব্বা আমি তয়লে যাই।

জয়নাল বেপারীঃ আচ্ছা যাও।

কিছুক্ষণ পর,

সাহানা  নদীর পাড়ে বসে আছে, সাব্বির এহনো আসে নাই।

সাহানা নদীর পাড়ে বসে  , চারপাশের প্রকৃতি দেখছে আরগুনগুন করে গান গাইছে।

এরমধ্যে সাব্বির আইসা পরছে,

কী গো  সানু  একটু আওয়াজ করে গাও আমি এট্টু মন ভই়রা শুনি।

ও তুমি তাহলে আইছো!

সাব্বির কইল,হ,, তয় এট্টু দেরি হয়ে গেছে,রাগ কইরো না, তুমি আমার পরাণ পাখি 💜 ।
তুমি রাগ করলে আমার মন আনচান করে।

হু,,,😏😏ঢংয়ের কথা রাখেন,

সাহানা আমার মনের কথা তোমার কাছে ঢং মনে হইল।এমন কথা কই়তে পারলা 😞😞,

সাব্বির কইলো ,তুমি যেহেতু আমার পরাণ পাখি,তাই তোমার  সাথে তো আমি রাগ  করে থাকতে পারি না। আচ্ছা  তুমি  কিছুক্ষণ আগে যে গান গুনগুন করছো, সেটা এট্টু গাও না গো  ,সানু।

আমি গান  করমু তয় আমার লগে তোমার গায়তে হইবো, সাহানা বলল।

সাব্বির কইলো, তোমার থিকা আমার গানের গলা মন্দো  🤑আর তুমি যেইডা গাইবা তা যদি না পারি তয় গান করমু কেমনে🙊🙊?

আমি  , তুমি গান যৈটা পারু সেটাই  করুম।

আর গত ঈদের পরে  বাজারে চাঁদা নিয়ে ভিসিআর  আনছিলো , তখন সাবানা ও আলমগীর  এর ছবির মধ্যে  তাঁরা একটা  গান গাইছে , সেটা  গামুনে আসো🤓🤓

সাহানার কথা শুনে  , সাব্বির  😦😦 অবাক হইয়া রইল ।





               

                

গল্পঃ#বাস্তবতাWhere stories live. Discover now