Chapter 1

73 11 10
                                    

পাঁচ বন্ধু এমা,রন,জোনাস,জারা,লরি। জোঁক আর এই পাঁচ জনের বন্ধুত্তের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। পাঁচ বন্ধু সবসময় এক সাথে থাকে। টিচার, ক্লাসমেট, প্রতিবেশিরা সবাই তাদের ডাকে,"ফাইভ স্টার"। স্কুলে ওরা সেলিব্রিটি-ই বটে।সবসময় সবাইকে মাতিয়ে রাখে।

"হাহ!কী সুন্দর ছিমছাম পরিবেশ।তাইনা লরি?"বলল এমা।
"ঠিকই বলেছ।কি সুন্দর পরিবেশ। চারিদিকে শুধু নীল আর নীল।মাঝে একটা ট্রলার ভেসে চলেছে"।লরি বলল।
রন ট্রলারের ছাদে উঠে এল।দ্রুত ছাদের ওপর পা ছড়িয়ে বসে পড়ল।বলল,"তোমরা এখানে সুন্দরের কি দেখছো।কী বাজে ব্যাপার, চারিদিকে শুধু পানি আর পানি। কোথাও সবুজের কোনো চিহ্ন ই নেই।"
লরি হেসে ফেলে বলল,"তুমি এত বড় সমুদ্রের মধ্যে সবুজ পাবে কোথায়।সবুজ পানির কথা বললে সেটা আলাদা ব্যাপার।"
রন ভীত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল,"এত পানি দেখলে তো ভয় করে।যদি উল্টে পড়ে যাই!"
লরি:ছি রন! এইটুকুতেই ভয় পাচ্ছ !
রন:আরে এইটুকু বলে কেন! একবার পড়ে গেলে আর উঠতে পারবে না।
জোনাস ছাদে উঠতে উঠতে বলল,"কি শুরু করলে তোমরা।বাদ দাও এখন এসব। পরিবেশটাই নষ্ট করে দিচ্ছো ঝগড়া করে।"
রন বোকার মত প্রশ্ন করে বসলো"ঝগড়া করলে কি পরিবেশ নষ্ট হয় নাকি?"
এমা রানের মাথায় চাটি দিয়ে বলল"পড়াশোনা করনি কখনো!"
রন আরো কিছুক্ষণ বোকার মত তাকিয়ে রইল।এরপর সবকিছু বুঝে ফেলেছে এরকম ভাবে করে মাথা নাড়তে লাগলো। যদিও বোঝা গেল না সে কিছু বুঝেছে কিনা।
এবার জোনাস কথা বলে উঠলো,"তোমাদের কী মনে হয়? ফর্ক্স তাই কেমন হবে?"
জারা পুরোটা সময় বসেই ছিল। এবার সে কথা বলল,"মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে।আমি ছবিতে দেখেছি।"
রন এবার বলল,"আমি গেলাম বাবা তোমরা থাকো।" রন নিচে তার আর জোনাসের কেবিনে চলে গেল। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে নীল পানির স্রোত দেখতে লাগলো।দেখতে দেখতে সে অন্যমনস্ক হয়ে গেল।তখনি সূর্যের আলোর সাথে চকচকে কিছুর প্রতিফলন হয়ে তার চোখে পড়ল। এক মুহুর্তের জন্য তার মনে হলো বস্তুটি একটা বার।পরে আবার সে নিজেকে বোঝালো মে এখানে কোনো বার থাকতে পারে না।

রাতে ঘুমানোর সময় সেই বস্তুটা কি হতে পারে তা নিয়ে ভাবলো রন।"কি আর হবে!হবে হয়ত মাছ-টাছ কিছু একটা।" মনে মনে নিজেকে বোঝালো সে।মন থেকে সব ভাবনা মুছে ফেলে চোখ বন্ধ করলো রন।

প্যারাডাইস রহস্যWhere stories live. Discover now