Chapter 2

53 11 10
                                    

সকালে পাঁচ জনের ঘুম ভাঙল সূর্য উদয়ের  পরে। ঘুম ভাঙার পরে সবাই আয়োজন করে নাস্তা করতে বসল।নাস্তা করে সবাই ট্রলারের ছাদে গিয়ে বসল।দেখতে পেল বিশাল ডেকটা।সেখানে দাড়িয়ে আছে মি. চার্লি।জারার চাচা। তাদের জন্য অপেক্ষা করছে। তিনি একজন পুলিশ অফিসার।

ট্রলারটা যখন বিশাল ডেকটাতে  থামলো তখন সূর্য নিস্তেজ আলো দিতে শুরু করেছে।সবাই ট্রলার থেকে নেমে মি.চালির সাথে কুশলাদি বিনিময় করল।
মি.চার্লি- তোমাদের আস্তে কোনো সমস্যা হয়নি তো?
জোনাস- না আংকেল।কোনো অসুবিধা হয়নি।

ফর্ক্স এর সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট ফর্ক্স থাই। রিসোর্টটি গভীর জঙ্গলের ভেতর। রিসোর্টে গিয়ে লরি বিস্মিত কন্ঠে বলল,"ওয়াও!আনবিলিভেবল।
কাঁচের তৈরি দোতলা রিসোর্টটি দেখে মে কেউ মুগ্ধ হয়ে যাবে। পাঁচ জন নিজেদের জন্য বুক করে রাখা রুমে চলে গেল।ফ্রেশ হয়ে সবাই বড় বারান্দায় এসে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল।এত সুন্দর পরিবেশ তারা যেন আর কখন দেখেনি।
রন বিস্মিত হয়ে বলল-ওয়াও!কি সুন্দর।আমরা এ কোথায় এলাম!পাগল হয়ে গেলাম তো।
জারা মিষ্টি করে হেসে বলল-এখানে কিছুদিন থাকলে বুঝবে কেমন মজা।
রন-বলো তো সারাজীবন এখানে থেকে যাই।
জারা-হ্যা।আর সারাজীবন কাঁদার উপর আছাড় খাও।
এবার হিহি করে হেসে উঠলো সবাই।

দুপুরের খাওয়া শেষে পাঁচ বন্ধু বেরিয়ে পড়ল বাইরের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে বের হয়েই তারা ছুটলো পাহাড়ের উদ্দেশ্যে।
রন:মনে রেখ,বেশি দূরে যাওয়া যাবে না।
এমা-তোমার খালি ভয়।
কিছুদূর যাওয়ার পর আবার রন শুরু করলো- চল এখন ফিরে যাই। আমার অনেক ভয় করছে।
জোনাস-এইযে শুরু হলো তোমার এলার্জি।
রন-চল ফিরে যাই।প্লিইইইইজ।
লরি- হ্যা এখন ফিরে যাওয়াই ভালো।সন্ধা হয়ে আসছে।
ফেরার সময় এমা আর জারা কয়েকটি বরফ খন্ড আবিস্কার করলো।পড়ন্ত বিকেলের সূ্র্যের আলোয় বরফ খন্ড গুলো নানান রঙের মেলা বসিয়েছে।জারা তার ক্যামারায় কিছু ছবি তুলে নিলো।

রিসোর্টে মি.চার্লি তাদের জন্যে অপেক্ষা করছিলো। সবাইকে আসতে দেখে তিনি বললেন-কেমন হলো তোমাদের প্রথম দিন?
রন লাফিয়ে উঠে বলল,"আমি আর একটু হলেই পাহাড় থেকেই পড়ে যাচ্ছিলাম।"এমা ঝটকা দিয়ে বলল,"মোটেই না।তুমি সমতল জায়গায় হোঁচট খেয়েছিলে।"
মি.চার্লি হেসে বললেন,"এখন সবাই খেতে বসো।"
রন আবার আগের মতো লাফিয়ে উঠে বলল,"হ্যা চলো।আমি তো আজকে আস্তো একটা ঘোড়া খেয়ে ফেলব।"
অন্য কেউ হলে সেটা ছিল আলাদা কথা। কিন্তু রনকে দেখে মনে হলো সে সত্যিই আস্তো একটা ঘোড়া খেয়ে ফেলতে পারবে।

রন ভেবেছিল  ঘুমানোর সময় জোনাসকে সেদিনের কথাটি বলবে। কিন্তু এত এত খাবার খাওয়ার পর তার সেই কথা আর মনেই থাকল না।তলিয়ে গেল ঘুমের জগতে।

প্যারাডাইস রহস্যWhere stories live. Discover now