A poem

336 54 58
                                    

Don't know if it is write to publish poem in this book but I was getting desperate to show you guys my nonsense talent(according to someone).
I wrote this poem to gift one of my friend which he will dedicate to his girlfriend on her birthday.I don't know how it is....

আমৃত্যু....

তোমার স্মৃতির জানালাগুলো খুলে দেও না আবার।
যেখান থেকে শুরু হয়েছিল আমাদের পথচলার।
চারিদিকে ছিল তখন হতাশা আর বেইমানি।
তারি মাঝে ছিলাম স্তব্ধ, নিঃস্ব,বিষন্ন এই আমি।
তখনই তো এলে তুমি ছড়ালে জীবনে তোমার হৃদয় ফুলের সুবাসখানি।
হয়ে উঠলে তুমি আমার হৃদয়ের মধ্যমণি।
মুছে দিলে আমার দুঃখ ছিল যতখানি।


তোমায় সবটুকু দিয়ে ভালোবাসতে চেষ্টা করে এ হৃদয় প্রাণপণ।
তবুও মাঝে মাঝে দুঃখ দেই কী করবো নেই নিয়ন্ত্রণে এই মন।
থাকিস আমার পাশে সারাজীবন।
রাখিস ধরে তোর অদ্ভুত মায়ায় সারাক্ষণ।
আমার কাঁধে মাথা রাখিস খুব কষ্ট লাগবে যখন।
সুখী যখন হবি মিষ্টি করে হেসে দিস তখন।
চিরদিন তোকে ততটুকুই ভালোবাসব যতটুকু বাসি এখন।
এভাবেই যেন আমৃত্যু করতে পারি তোর জন্মদিন পালন।

My BangladeshWhere stories live. Discover now