পর্ব : ৩

13 0 0
                                    

#ভালোবাসি_একটু_বেশিই
#পর্ব-৩

আমার জন্যে বেচারি রাফিয়ারও থাকতে হলো। তবে ও আমাকে ছেড়ে যেতও না। রাতে ফেসবুক ঘাটছিলাম, হঠাৎ করে একটা ফ্রেন্ড সাজেশন,,, রাফিদুল হাসান। প্রোফাইল দেখে বুঝলাম এইটা ঐ রাফিদ। এ কি!!  মিউচুয়ালে যে রাফিয়া তাসনিম দেখাচ্ছে! সাথে সাথে রাফিয়া কে না ধরে আগে আইডি স্টক করতে ঢুকলাম। বেশ কিছুদূর স্ক্রল করে বুঝলাম এই ব্যাটা ডাক্তারি পড়া নিয়ে বিশাল প্যারায় আছে। খালি স্যাড পোস্ট লেখাপড়া নিয়ে আর তাতে বন্ধুদের হা হা রিয়াক্ট! কয়েকটা ছবি চোখে পড়লো....  রাফিদ ভাইয়াও বেশ হ্যান্ডসাম আছে, এই জন্যেই তো আমার দোস্ত ওনার জন্য পাগল হয়েছে..... একটু ঘাটাঘাটি করে রাফিয়া কে জেড়া করতেই ও সব বলে দিলো। ও যে ভাইয়া কে লাইন মারতে গেছিলো কিন্তু ভাইয়া পুরো আয়রনি করে হাতে ললিপপ ধরিয়ে দিয়েছে এটা স্বীকার করে নিলো ;)

রাতে অনেক রাত অবধি আমি একাই জেগে ছিলাম। রাতে ঘুম আসছিলো না.... দম বন্ধ লাগছিলো ঘরের মধ্যে। রুমের সাথে কার বারান্দা টা বড্ড ছোট। তাই একটু বের হয়ে বাইরের স্পেসে হাঁটতে গেলাম। একাই গেলাম। আমার আবার ভয় ডর নেই.... আর এখানে যারা থাকে সবাইই তো আমাদেরই কেউ না কেউ। তাই একটা হেডফোন কানে গুজে বের হলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম বাম দিকে একটু এগিয়ে গেলে একটা বাঁক। আর ওদিকটায় শুধু রেলিং দেয়া.... খুব ইন্টারেস্ট জাগলো, তাই চলেও গেলাম। দেখি নিচের দিকে একটা সিঁড়ি। পুরোটা জায়গায়ই লাইট জ্বলছে তাই ভয়ের কোনো কারণই নেই। আমি নিচে নেমে গেলাম। আমার এতো adventurous লাগছিলো যে হুঁসই নেই যে আমি কোথায় যাচ্ছি।  তবে যেয়ে দেখি বাহ বসারও জায়গা আছে ভেতরের দিকটায়... কিছু লাইটিং ও করা.... একদম কাপল দের সেটাপের মতো। দেখেই aesthetic লাগলো। বেশ কিছুক্ষণ ওখানে বসেছি মাত্র আর সাথে সাথে চোখ লেগে আমি ঘুমিয়ে গেছি ওখানে বসেই.... এতো সুন্দর আবহাওয়ায়।।।। 

প্রায় মাঝরাতের দিকে আমার মনে হলো আমি কোনো আরামদায়ক জায়গায় মাথা রেখে ঘুমাচ্ছি।।আর কেউ আমাকে হালকা করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলয়ে দিচ্ছে.... কপালের ব্যান্ডেজ করা জায়গাটায় খুব বেশি যত্ন করে হাত বোলাচ্ছে। আমি ঘুমের ঘোরে আরেকটু ঘুরে শুয়ে পড়লাম। চোখ খোলার ইচ্ছে নেই... তবে মনে হলো আমি।কারোর বুকের মধ্যে শুয়ে আর সে হাত দিয়ে আমাকে খুব আগলে রেখেছে। আর সেও আমার মাথার উপর মাথা রেখেছে। তার হালকে খোচা খোচা দাঁড়িগুলো টের পাচ্ছি আমি।  তবে আমি উঠলাম না.... যদি এতো সুন্দর স্বপ্ন টা ভেঙে যায়.... আফটার অল আমার তো আর এমন কেউ নেই যে আমাকে এভাবে আগলে রাখবে :)

ভালোবাসি একটু বেশিই Where stories live. Discover now