পর্ব : ৭

28 2 1
                                    

#ভালোবাসি_একটু_বেশিই
#পর্ব-৭

রাতে এক ফোটা ঘুমও হলো না.... একে তো দুনিয়ার পড়া তার উপর যা যা হলো আজকে... কোনোটাই মাথা থেকে বের হচ্ছে না.... পড়তে পড়তেই সকাল হয়ে গেল...রাফিয়া টা কালকে আসবে.... ভাল্লাগেনা ওকে ছাড়া... আজকে ভাবলাম সন্ধ্যায় হলুদে আমি একাই যাবো... ঐ রিদিতা কে ডাকবো না আর....

ফজরের নামাজ পড়ে একটু ঘুমালাম... মাত্র ২ ঘন্টাও হয়নি... এলার্ম বাজলো.... উঠে শাওয়ার নিয়ে রেডি হলাম ক্লাসের জন্য। ইদানীং এতো ভ্যাপসা গরম... দুই বেলা শাওয়ার না নিলে অস্বস্তি লাগে।

ক্লাসে কোনো ভাবেই মন বসছে না.... শুধু মনে পড়ছে কালকে র কথা গুলো.... এ দ্বিধা দন্দের শেষ কোথায়! আমি ঠিক কি ধরনের ঘটনায় জড়িয়ে পড়লাম ... আল্লাহ প্লিজ আমাকে বের করো এসব থেকে.... মনে মনে ভাবতে থাকি...

আমার অন্যমনস্কতা আজ সবার চোখে পড়েছে... ক্লাস শেষে ম্যা'ম আমাকে দাঁড়াতে বললেন...

--- আফরিন!
--- ইয়েস ম্যা'ম...
--- তোমার কি কিছু হয়েছে? সত্যি করে বলো তো?
--- হু?? না ম্যা'ম কিছু হয়নি... আসলে কাল ঘুম হয়নি তো রাতে... তাই মাথা টা একটু ঝিম ধরে আছে
--- দ্যাখো... আমি কিন্তু বছর দুয়েকে যথেষ্ট চিনেছি তোমায়.... তুমি কোনোদিনই ক্লাসে এতোটা অমনযোগী থাকোনি যতটা ইদানিং থাকো... কিছু একটা তো ঘটেইছে... বলো আমাকে?
--- ম্যা'ম মানে... ( আমি কি করবো বুঝতে পারছি না,,, রাহাত ভাইয়ার কথা তো বলা অসম্ভব,,, আমি নিজেই পারবো না বলতে)
--- রাহাতের সাথে আবার কিছু হয়েছে?
--- ক ক ক ক কে রাহাত?

(ম্যা'মের কথা টা শুনে আমারাত্মা কেঁপে ওঠে,,,আমি না চাইতেও বলে ফেলি কথাটা। উনি কিভাবে জানলেন,,,, ছিঃ সব জেনে গেলে প্রেসটিজের বারোটা বেজে যাবে! কিন্তু উনি ঠিক কি বলতে চাচ্ছেন শোনা উচিত)

--- হোয়াট! কে রাহাত মানে? তুমি রাহাতকে চেনো না???
--- হ্যা এ... চিনি তো...
--- হ্যা তাহলে? তোতলাচ্ছো কেনো?
---স্যরি ম্যা'ম... বাট আমি ঠিক বুঝলাম না... রাহাত ভাইয়ার সাথে আমার কি হবে?
--- মিথ্যা বলবে না কিন্তু... রাহাত আমাকে সব বলেছে তোমাকে নিয়ে।
--- কি বলেছে? আমি আবার কি দোষ করলাম ম্যা'ম?
--- তোমার সাথে যে ক্ষণে ক্ষণে ওর টক্কর লাগে এগুলো সব ই বলেছে,,,, তুমি সিনিয়রদের কথা শোনো না... এগুলো সবই কমপ্লিন দিয়েছে আমার কাছে!
--- ওহ মাই গড! ( শান্তির দম ফেলি আমি) কিন্তু ম্যাম... আমি মোটেই এরকম না... অন্যান্য সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট দের জিগ্যেস করেন... আমার মতো ভালো মেয়ে আর একটাও নাই হুহ ( ঠোঁট ফুলিয়ে আহ্লাদ করে বলি )
--- আরে বাবা আমি জানি... ডাক্তারি করছি তো বছর দশেক হলো.... মাথার অসুখ থেকে মনের অসুখ সব ই ধরতে পারি বুঝলে... পাগলী মেয়ে একটা...
--- হ্যা... কিন্তু আমার নামে উনি যা যা বলেছেন একদম বিশ্বাস করবেন না ম্যা'ম... আমি...
--- জানি জানি রে বাবা.... তুমি আর রাহাত দুইজনই আমার সব থেকে প্রিয় ছাত্র ছাত্রী গুলার মধ্যে দুইজন.... তোমরা দুইজনই আসলে একইরকম,,,, তুমি একটু বেশি চঞ্চল যদিও... কিন্তু রাহাত অনেক শান্ত মেজাজের ছেলে... তোমাদের হাসি ছাড়া দেখতে ভাল্লাগে না আমার... মনোযোগ ছাড়াও না... কখনো যদি এম্ন কিছু হয় যে কারোর সাথে শেয়ার করতে পারছো না... আমাকে অবশ্যই বলবে...আমি চেষ্টা করবো ঠিক করে দেওয়ার!
--- থ্যাংক ইউ ম্যা'ম... আমি সত্যিই খুব চিন্তায় আছি নেক্সট প্রফ এক্সাম নিয়ে... কিভাবে পাস করবো আল্লাহ জানে... দোয়া করবেন আমার জন্য...
--- চিন্তা করো না... তুমি পারবে আমার ভরসা আছে

ভালোবাসি একটু বেশিই Where stories live. Discover now