পর্ব-১৭

27 2 2
                                    

#ভালোবাসি_একটু_বেশিই
#পর্ব-১৭

ঐ দিন আর ঘর থেকেও বের হইনি আমি,,, লেখাপড়া করলাম টুকটাক.... আজকের ঘটনা গুলো রাফিয়া কে চেষ্টা করেও বলতে পারলাম না... হয়তো এমন কিছু ঘটনা প্রত্যেক টা মানুষের জীবনেই থাকে... একান্ত, বড়ই একান্ত ব্যাক্তিগত...

মাত্র এক সপ্তাহ পর থার্ড ইয়ারের ফার্স্ট প্রফ এক্সাম... নিজের মধ্যে কোনো কনফিডেন্স ই পাচ্ছি না... লেখাপড়া করেছি,, কিন্তু ঐ অবস্থায় কি আর পড়া যায় সেভাবে! ক্লাস মিস দিয়েছি কতোগুলো... ভাবছি এই বার এক্সাম টা দেবো না... এমনিও ফেল ওমনিও...

এ এক নতুন টেনশন আর ডিপ্রেশন মাথায় জেকে বসছে... অনেক দিন পর রাত জেগে পড়ছি... অভ্যাস অনুযায়ী কফি নিয়ে করিডোরে চলে গেলাম... কানে হেডফোন লাগিয়ে, হেডফোনে একটা লেকচার বাজছিলো...
বাইরের দিকের বারান্দায় যেয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছি.... মন দয়ে শোনার চেষ্টা করছি লেকচার টা...
কেউ একজন এসে আমার পাশেই দাড়ালো...

-- আজকের চাঁদ টা ক্কিন্তু অনেক সুন্দর... ফুল মুন বোধ হয়
-- উহু... ফুল মুন এখনো হয়নি আরও ৩ দিন পরে ফুল মুন...
-- ওহ... ( কার সাথে কথা বলছি এতক্ষণ খেয়াল করিনি,,, এবার তাকিয়ে দেখি রাহাত ভাই! এটা আমার কাছে আর নতুন কিছু না... সবসময়ই এরকমই হয়)
-- ছাদে যাবে? ( উনি ঠান্ডা গলায় বললেন)
-- ছাদে?? এতো রাতে!না থাক
-- কেনো? ভয় লাগে?
-- মোটেই না...
-- আজকের চাঁদটা ফুলমুন না হলেও আসলেই সুন্দর... তাই যেতে চাইছিলাম...এর আগে কখনো রাতে গেছো এই ছাদে?
-- দিনেই যাইনি আবার রাতে
-- হোয়াট! সত্যিই যাওনি? ( উনি একটু অবাক হয়ে হেসে বললেন)
-- আমার খেয়ে দেয়ে প্রচুর কাজ ভাই...ছাদে ঘোরার টাইম নেই...
-- ওহ আচ্ছা... ঠিকাছে থাকো... আমি যাই

উনি শিস বাজাতে বাজাতে চলে গেলেন...

-- আসলে আসতে পারো.... ( বলে গেলেন)

আমি কিছুই বললাম না! কিন্তু যেতে তো আমারও ইচ্ছা করছে... কি করবো...,

-- আ...( কিছু বলতে গিয়েও থেমে গেলাম)
-- কিছু বলবা? ( উনি ঘুরে বললেন)
-- না কিছু না... যান আপনি...

উনি একটু এগিয়ে এসে দাঁড়ালেন

-- আরে ব্রো... চলে আসো... এখানে একা একা ভয় পাবা... সবাই ঘুমাচ্ছে তুমি ভুতের মতো একা জেগে আছো

ভালোবাসি একটু বেশিই Where stories live. Discover now