পর্ব:১৯

27 2 0
                                    

#ভালোবাসি_একটু_বেশিই
#পর্ব-১৯

ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছি দুইজন.... ১:৩০ বাজে। তবে আজকে আর বড় চাঁদটা নেই আকাশে... রমজানের চাঁদ তো শেষের দিকে... তাই আজ আকাশে দেখা যাচ্ছে না বললেই চলে...
উনি আমার আগেই এসেছিলেন... আমিই একটু পরে এসেছি....

-- আপনি কিছু বলার জন্য
-- ডেকেছিলাম
-- আচ্ছা তখন আপনি কিছু একটা বলছিলেন... আপনার বাসা কোথায়? মানে যাবেন না ঈদে?
-- বাসা?? বাসায় নিজের কেউ থাকলে তো যাবো ( তাচ্ছিল্যের হাসি দেয়)
-- মানে?
-- আফরিন... একমাত্র রাফিদ ছাড়া আমাকে কেউ জানে না জানো... সবাই ক্যাম্পাসের একটা প্রাণোচ্ছল ছেলে হিসেবেই চেনে... আর কেউ কেউ ক্রাশ বয় হিসাবে... কিন্তু আমার ভেতর টা তো আর কেউ জানে না..... কখনো ফিলও করিনি কাউকে বলবো বলে.....
-- তাহলে? আমাকে বলতে চাচ্ছেন?
-- যদি শোনো
-- বলতে পারেন... আমি কিছু মাইন্ড করবো না.... আর আমিও তো কম বক বক করিনি আপনার সাথে
-- আসলে কেউ আমাকে কোনোদিন এভাবে জিজ্ঞেসও করেনি.... কোথায় ঈদ করছি, কোথায় দিন কাটাচ্ছি... কেউ জানতেই চায়নি....

( উনি এতো হেয়ালি করে কথা বলেন... পুরোটা না শোনা অবধি আমি বুঝি না)

-- তুমি বলেছিলে না...তোমার বাবা নেই... এটা না আমি জানতাম না... বিশ্বাস করো... তুমি তো তোমার বাবাকে খুব মিস করো তাই না?
-- হ্যা... খুব
-- আর আমার বাবা তো থেকেও নাই.! অবশ্য কিই বা লাভ থেকে... যার জন্য আমার মা কে চলে যেতে হয়েছে তার তো না থাকাই শ্রেয়
-- হোয়াট! কি বলছেন আপনি... আল্লাহ আপনাকে আপনার বাবাকে দিয়েছে... আর আপনি বলছেন সে যেনো না থাকে?
-- হ্যা আর ঐ লোকটার জন্য আমার মা কে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিলো....
-- কি হয়েছিলো?
-- আমার বাবা! তার একজন মহিলার সাথে অ্যাফেয়ার ছিলো.... আর তার জন্যে আমার মায়ের সাথে যাচ্ছে তাই বিহেভ করতেন সবসময়... আর আমার মা... আমার মা তাকে পাগলের মতো ভালোবাসতো.... আর এটাই মায়ের জীবনের কাল হয়ে গেছিলো

বলতে বলতে ওনার চোখ ভর্তি হয়ে যায় পানিতে... আমি নিজেও কিছু বলতে পারছি না

-- সুইসাইড! শেষ মেষ আমার মা সুইসাইড করে... নাহ সেটা সুইসাইড ছিলো না... সেটা একটা ভয়ংকর খেলা ছিলো... যেটা খেলেছিলো আমার বাবার সেই প্রেমিকা আমার মায়ের সাথে...

ভালোবাসি একটু বেশিই Where stories live. Discover now