পর্ব : ৬

23 2 0
                                    

#ভালোবাসি_একটু_বেশিই
#পর্ব -৬

আমি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলাম... আশেপাশে আর কোনো রিকশা নাই.... দেরি হয়ে যাবে.... বাধ্য হয়ে উঠে পড়লাম ঐ রিকশায়ই.... যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখেই বসলাম... উনি আরামে মোবাইল টিপেই যাচ্ছেন,,, চ্যাটিং করেই যাচ্ছেন... আমি আড় চোখে কয়েকবার তাকালাম... কোনো হুশ নেই তার...

রিক্সা মামা আপন গতিতে রিক্সা চালাচ্ছেন... আজকে রাস্তা টা বেশ ফাকা ফাকা,,কিন্তু আপুদের বাসা দূরে মনে হচ্চে.... এদিকে রিক্সার ঝাঁকি তে আমার অবস্থা খারাপ...একে তো এক রিক্সায় দুইজন তার উপর ঐ রাহাত....
একটু আনকম্ফোর্টেবল ফিল হলেও একটা জিনিস লক্ষ্য করলাম... উনি একবারের জন্যও আমার গা ঘেষে বসার চেষ্টাও করছেন না... আমি বার বার হুমড়ি খেতে গিয়ে ওনার হাঁটুতে হাত রাখলেও উনি আমাকে টাচ করছে না.... এই ধরনের ভদ্র ছেলে বোধ হয় খুব কমই হয়... আজকাল কার যুগের বেশিরভাগ ছেলেরাই তো হয় সুবিধাবাদী.... উনি হায়েস্ট দুয়েকবার তাকিয়েছেন আমার দিকে... এর বেশি কিছুই না... আমি বোধ হয় একটু বেশিই খারাপ ব্যাবহার করি.... হঠাৎ এসব মনে হচ্ছিলো

--- আচ্ছা খালা, মামা আপনাদের একটা কথা জিগাই ( রিএক্সা মামা বললেন হঠাৎ করে)
--- হ্যা মামা... জিগাও ( রাহাত ভাইয়া)
--- আপ্নেরা দুইজন কে হন দুইজনের? 
--- কেন বলো তো মামা?
---না মানে আপ্নেদের প্রথমে দেখে আমার মনে হইছিলো মনে হয় বর বউ... দুইজন কি সুন্দর ম্যাচিং করে জামা কাপড় পড়ছেন... আবার ঝড়্গা টা দেইখ্যা মনে হচ্ছিলো বেশ ভালো জুটি মানাইছে

আমি পুরোপুরি থ মেরে যাই মামার কথা শুনে.... এটা কি বলে দিলো মামা.... হায়রেএএএ... আমি একবার রাহাত ভাইয়ার দিকে তাকাই দেখি উনিও একটু অবাক তবে হাসছেন...

--- না না না না আ আ মামা...
--- মামা আসলে তুমি যেটা ভাবছো সেটা না বুঝলে ( আমার কথা থামিয়ে উনি বলে ওঠেন)
--- ওহ আচ্ছা... তাহলে নিশচই আপনেদের বিয়ে হইবো তাই ন? বেশ মানাইছে দুইজনরে... আল্লাহ ভালো করুক আপ্নেদের
--- আরে মামা থামেন তো... উনি আমার মেডিকেলের সিনিয়র... আমাদের এক সিনিয়র....
--- উফফফ... তুমি এতো কথা কেনো বলো? আমি বলছি তো মামাকে বুঝিয়ে।
--- মামা... আমার মতো এতো সুন্দর একটা ছেলের সাথে তোমার এই মেয়েটাকে মানিয়েছে বলে মনে হলো .. আর তাছাড়াও আমি তো একে কোনোদিনই এক্সেপ্ট করবো না বুঝলে.... মেয়েটা বাচ্চা তো... যদি একা একা হারিয়ে যায়... তাই একসাথেই নিয়ে আসলাম... এক বড় আপুর বিয়েতে যাচ্ছি...
--- অহ আচ্ছা....

ভালোবাসি একটু বেশিই Where stories live. Discover now