বউয়ের কাণ্ড

8 0 0
                                    

বউ হঠাৎ করে বললো, আপনার সাথে আর সংসার করতে ভাল লাগছেনা... ডিভোর্স দিবো...

আমি শুনে হাসলাম, জবাব দিলাম না...

বউ কয়দিন যাবৎ এই একই কথা বলতেসে... শেষে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম কেন?

বউ বলে, "আমার একটা এক্স বিদেশ থেকে চলে আসতেসে, তার সাথে পালিয়ে যাবো...

আমি বললাম আচ্ছা যাও...
- আমাকে কিছু টাকা দিতে পারবেন?
- কেন?
- পালিয়ে যেতে টাকা লাগবেনা? সেজন্য...
- আচ্ছা নিয়ো...

একদিন হুট করে বাসায় এসে দেখি বউ বাসায় নেই... নরমালি মন মেজাজ খারাপ হবার কথা... আমার কিছুই হচ্ছেনা...

সন্ধ্যা হয়ে গেছে, বউয়ের খোঁজখবর নেই... এবার ভয় লাগার কথা... তাও লাগছেনা... কারণ আমেরিকা বাংলাদেশের উপর পারমানবিক বোমা ফেললে সবাই মরে যাওয়ার পর যে একটা মানুষ বেঁচে থাকবে সেটা হল আমার বউ...

সে নিজেকে এতটাই সেইভ করতে জানে...

রাতে দশটার দিকে বউ ক্লান্ত হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় ফিরেছে... আমি তাকিয়ে শুধু একবার দেখলাম, কিছু বললাম না...

বউ এসে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললো, সবটা টাকা খরচ হয়নি, কি এক হারামীর সাথে পালাবো ভাবলাম, সারাদিন অপেক্ষা করিয়ে, শেষে রাতেও এলোনা...

অযথাই কিছু টাকা পয়সা নষ্ট করলাম...

আমি কিছুই বললাম না... বউ নিজের মত বলে নিজেই চলে গেল...

আমার এসবে তেমন কিছু যায় আসেনা, তারপরও অকারণে সারাটাদিন নষ্ট হল আমার... সারাদিন কোন কাজ করতে পারলাম না...

হুট করে খুব মন খারাপ হলো... অভিমানে পৃথিবী মাথার উপর ভেঙ্গে পড়ার অবস্থা...

পড়ার ঘরে টেবিলের উপর হাত ঘড়িটা খুলে রেখে, ঘুরতে থাকা চেয়ারটার উপর গাঁ এলিয়ে দিলাম...

জাগতিক কিছু ভাবতে ইচ্ছা করছিলো না... কারো সাথে কথা বলতেও ইচ্ছা করছিলোনা... শুধু ঝিম ধরে পড়ে থাকতে ভাল লাগছিলো...

আমি ফোন বন্ধ করে দিয়েছি, ভিতর থেকে দড়জায় খিল দিয়ে দিয়েছি... খাবারের জন্য বউ বাহির থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছেনা... তাই ভিতর থেকে কোন জবাব আমি দেইনি...

One Shot StoriesWhere stories live. Discover now